11:24 PM (IST) May 08
শেষ বলে বাউন্ডারি মেরে কলকাতা নাইট রাইডার্সকে জেতালেন রিঙ্কু সিং

পাঞ্জাব কিংসকে ৫ উইকেটে হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। শেষ বলে বাউন্ডারি মেরে জেতালেন রিঙ্কু সিং।

11:15 PM (IST) May 08
জয়ের জন্য শেষ ওভারে কেকেআর-এর দরকার ৬ রান

পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জয়ের জন্য শেষ ওভারে কলকাতা নাইট রাইডার্সের দরকার ৬ রান।

10:57 PM (IST) May 08
৫১ রান করে আউট হয়ে গেলেন নীতীশ রানা, ৪ উইকেট হারাল কেকেআর

৩৮ বলে ৫১ রান করে আউট হয়ে গেলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতীশ রান। ১২৪ রানে ৪ উইকেট হারাল কেকেআর।

10:50 PM (IST) May 08
১১ রান করে আউট হয়ে গেলেন ভেঙ্কটেশ আইয়ার

১১ রান করে রাহুল চাহারের বলে লিয়াম লিভিংস্টোনকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন ভেঙ্কটেশ আইয়ার। ১১৫ রানে ৩ উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স।

10:31 PM (IST) May 08
১০ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ২ উইকেটে ৭৬

জয়ের জন্য শেষ ১০ ওভারে কলকাতা নাইট রাইডার্সের দরকার ১০৪ রান। ক্রিজে নীতীশ রানা ও ভেঙ্কটেশ আইয়ার।

10:05 PM (IST) May 08
১৫ রান করে নাথান এলিসের বলে এলবিডব্লু রহমানউল্লাহ গুরবাজ

১৫ রান করে নাথান এলিসের বলে এলবিডব্লু হয়ে গেলেন রহমানউল্লাহ গুরবাজ। ৩৮ রানে প্রথম উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স।

09:43 PM (IST) May 08
কলকাতা নাইট রাইডার্সের 'ইমপ্যাক্ট প্লেয়ার' জেসন রয়

সূযশ শর্মার পরিবর্তে কলকাতা নাইট রাইডার্সের 'ইমপ্যাক্ট প্লেয়ার' হিসেবে ব্যাটিং ওপেন করতে নামলেন জেসন রয়।

09:26 PM (IST) May 08
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৭ উইকেটে ১৭৯ রান পাঞ্জাব কিংসের

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ১৭৯ রান করল পাঞ্জাব কিংস। সর্বাধিক ৫৭ রান অধিনায়ক শিখর ধাওয়ানের। কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২৬ রান দিয়ে ৩ উইকেট বরুণ চক্রবর্তীর।

09:08 PM (IST) May 08
১৩৯ রানে ৭ উইকেট হারাল পাঞ্জাব কিংস

১৯ রান করে বরুণ চক্রবর্তীর বলে বোল্ড ঋষি ধাওয়ান। ৪ রান করে সূযশ শর্মার বলে রহমানউল্লাহ গুরবাজকে ক্যাচ দিয়ে আউট স্যাম কারান। ১৩৯ রানে ৭ উইকেট হারাল পাঞ্জাব কিংস।

08:53 PM (IST) May 08
১৫-তম ওভারে বোলিং করতে এসেই উইকেট নীতীশ রানার

পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১৫-তম ওভারে বোলিং করতে এসে চতুর্থ বলেই বিপক্ষের অধিনায়ক শিখর ধাওয়ানকে আউট করে দিলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতীশ রানা। ৪৭ বলে ৫৭ রান করে আউট হয়ে গেলেন ধাওয়ান। ১১৯ রানে ৫ উইকেট হারাল পাঞ্জাব কিংস।

08:45 PM (IST) May 08
পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জোড়া উইকেট বরুণ চক্রবর্তীর

১৮ বলে ২১ রান করে বরুণ চক্রবর্তীর বলে রহমানউল্লাহ গুরবাজের দস্তানায় ধরা পড়লেন জিতেশ শর্মা। ১০৬ রানে ৪ উইকেট হারাল পাঞ্জাব কিংস।

08:25 PM (IST) May 08
৯ ওভারের শেষে পাঞ্জাব কিংসের স্কোর ৩ উইকেটে ৭৯

৯ ওভারের শেষে পাঞ্জাব কিংসের স্কোর ৩ উইকেটে ৭৯। ক্রিজে অধিনায়ক শিখর ধাওয়ান (৩২) ও জিতেশ শর্মা (১১)।

08:07 PM (IST) May 08
৫৩ রানে ৩ উইকেট হারাল পাঞ্জাব কিংস

১৫ রান করে বরুণ চক্রবর্তীর বলে এলবিডব্লু লিয়াম লিভিংস্টোন। ৫৩ রানে ৩ উইকেট হারাল পাঞ্জাব কিংস।

07:59 PM (IST) May 08
হর্ষিত রানার জোড়া উইকেট, এগিয়ে কলকাতা নাইট রাইডার্স

৩ বল খেলে কোনও রান করার আগেই আউট ভানুকা রাজাপক্ষ। জোড়া উইকেট হর্ষিত রানার। শুরুতেই চাপে পাঞ্জাব কিংস।

07:43 PM (IST) May 08
দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারাল পাঞ্জাব কিংস

হর্ষিত রানার বলে অসাধারণ ক্যাচ নিয়ে পাঞ্জাব কিংসের ব্যাটার প্রভসিমরন সিংকে আউট করে দিলেন রহমানউল্লাহ গুরবাজ। ২১ রানে প্রথম উইকেট হারাল পাঞ্জাব কিংস। প্রভসিমরন করলেন ১২ রান।

07:30 PM (IST) May 08
ইডেন গার্ডেন্সে ঘণ্টা বাজিয়ে ম্যাচ শুরু করলেন সুনীল জোশী

কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু কলকাতা নাইট রাইডার্স-পাঞ্জাব কিংস ম্যাচ।

07:12 PM (IST) May 08
পাঞ্জাব কিংস দলে ভানুকা রাজাপক্ষ

পাঞ্জাব কিংসের হয়ে খেলছেন- প্রভসিমরন সিং, শিখর ধাওয়ান (অধিনায়ক), ভানুকা রাজাপক্ষ, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা, স্যাম কারান, শাহরুখ খান, হরপ্রীত ব্রার, ঋষি ধাওয়ান, রাহুল চাহার ও আর্শদীপ সিং। 

07:10 PM (IST) May 08
কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন সুনীল নারিন, দলে নেই জেসন রয়

কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন- রহমানউল্লাহ গুরবাজ, ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, বৈভব অরোরা, হর্ষিত রানা, সূযশ শর্মা ও বরুণ চক্রবর্তী। 

07:03 PM (IST) May 08
পাঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথমে ফিল্ডিং করছে কলকাতা নাইট রাইডার্স

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করছে পাঞ্জাব কিংস।

Read more Articles on