যশস্বী জয়সোয়ালের অপরাজিত ৯৮ ও সঞ্জু স্যামসনের অপরাজিত ৪৮ রানের সুবাদে কলকাতা নাইট রাইডার্সকে সহজেই ৯ উইকেটে হারিয়ে দিল রাজস্থান রয়্যালস।
- Home
- Sports
- Cricket
- IPL 2023 KKR Vs RR Live Updates: ৯৮ রানে অপরাজিত যশস্বী, ৯ উইকেটে জয়ী রাজস্থান রয়্যালস
IPL 2023 KKR Vs RR Live Updates: ৯৮ রানে অপরাজিত যশস্বী, ৯ উইকেটে জয়ী রাজস্থান রয়্যালস
এবারের আইপিএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স। প্লে-অফের লড়াইয়ে এই ম্যাচের ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ম্যাচ জিততে পারলে প্লে-অফের দিকে অনেকটা এগিয়ে যাবে কেকেআর।
- FB
- TW
- Linkdin
যশস্বী জয়সোয়াল ও সঞ্জু স্যামসনের অসাধারণ ব্যাটিংয়ের সুবাদে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জয়ের পথে রাজস্থান রয়্যালস।
সাবলীলভাবেই এগিয়ে চলেছে রাজস্থান রয়্যালসের ইনিংস। অনায়াসে রান করে চলেছেন যশস্বী জয়সলোয়াল ও সঞ্জু স্যামসন। ফলে চাপে পড়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
৬ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ১ উইকেটে ৭৮। যশস্বী জয়সোয়াল ৬২ ও সঞ্জু স্যামসন ১২ রানে অপরাজিত।
৩ বল খেলে ০ রানেই রান আউট হয়ে গেলেন রাজস্থান রয়্যালসের ওপেনার জয় বাটলার। ৩০ রান প্রথম উইকেট হারাল রাজস্থান রয়্যালস।
রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাটিং ওপেন করতে নেমে প্রথম ওভারেই ২৬ রান করলেন যশস্বী জয়সোয়াল।
ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৮ উইকেটে ১৪৯ রান করল কলকাতা নাইট রাইডার্স।
ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৪ উইকেট নিলেন রাজস্থান রয়্যালসের লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহাল। তাঁর চতুর্থ শিকার রিঙ্কু সিং। ১৬ রান করে আউট হয়ে গেলেন রিঙ্কু।
১ রান করে যুজবেন্দ্র চাহালের বলে এলবিডব্লু হয়ে গেলেন শার্দুল ঠাকুর। ১২৯ রানে ৬ উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স।
৪২ বলে ৫৭ রান করে আউট হয়ে গেলেন ভেঙ্কটেশ আইয়ার। যুজবেন্দ্র চাহালের বলে ক্যাচ নিলেন ট্রেন্ট বোল্ট। ১২৭ রানে ৫ উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে লড়াই করছেন কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার ভেঙ্কটেশ আইয়ার। ৩৯ বলে অর্ধশতরান করলেন তিনি।
১০ রান করে কে এম আসিফের বলে রবিচন্দ্রন অশ্বিনকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন আন্দ্রে রাসেল। ১০৭ রানে ৪ উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স।
নীতীশ রানাকে আউট করে আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন যুজবেন্দ্র চাহাল।
১৭ বলে ২২ রান করে যুজবেন্দ্র চাহালের বলে শিমরন হেটমায়ারকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতীশ রানা। ৭৭ রানে ৩ উইকেট হারাল কেকেআর।
৯ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ২ উইকেটে ৫৮। ক্রিজে নীতীশ রানা (১৭) ও ভেঙ্কটেশ আইয়ার (১১)।
১২ বলে ১৮ রান করে আউট রহমানউল্লাহ গুরবাজ। ২৯ রান ২ উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স।
৮ বলে ১০ রান করে আউট হয়ে গেলেন কলকাতা নাইট রাইডার্সের ওপেনার জেসন রয়। ট্রেন্ট বোল্টের বলে অসাধারণ ক্যাচ নিলেন শিমরন হেটমায়ার।
রাজস্তান রয়্যালসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ব্যাটিং ওপেন করতে নেমেছেন জেসন রয় ও রহমানউল্লাহ গুরবাজ।
রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন- যশস্বী জয়সোয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক), জো রুট, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, সন্দীপ শর্মা, কে এম আসিফ ও যুজবেন্দ্র চাহাল।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন- রহমানউল্লাহ গুরবাজ, জেসন রয়, ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা (অধিনায়ক), আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, অনুকূল রায়, হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী।