সানরাইজার্স হায়দরাবাদের ৪ উইকেটে ২২৮ রানের জবাবে ৭ উইকেটে ২০৫ রান করল কলকাতা নাইট রাইডার্স। ৩১ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন রিঙ্কু সিং।
IPL 2023 KKR Vs SRH Live Updates: রিঙ্কু সিংয়ের অপরাজিত ৫৮, ২৩ রানে হারল কেকেআর
অ্যাওয়ে ম্যাচে গুজরাট টাইটানসের বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করে জয় ছিনিয়ে নেওয়ার পর এবার ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচ জিতলে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসবে কেকেআর।
- FB
- TW
- Linkdin
অর্ধশতরান করলেন রিঙ্কু সিং। জয়ের জন্য শেষ ওভারে কেকেআর-এর দরকার ৩২ রান।
৪১ বলে ৭৫ রান করে আউট হয়ে গেলেন নীতীশ রানা। ১৬৫ রানে ৬ উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স।
১৬ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ৫ উইকেটে ১৫৯। নীতীশ রানা ৬৯ ও রিঙ্কু সিং ৩২ রানে অপরাজিত। জয়ের জন্য কেকেআর-এর দরকার ২৪ বলে ৭০ রান।
৬ বলে ৩ রান করে আউট হয়ে গেলেন আন্দ্রে রাসেল। ৯৬ রানে ৫ উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স।
২১ বলে ৩৬ রান করে আউট হয়ে গেলেন এন জগদীশন। ৮২ রানে ৪ উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স।
৬ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ৩ উইকেটে ৬২। নীতীশ রানা ২৮ ও এন জগদীশন ২০ রানে অপরাজিত।
প্রথম বলেই আউট হয়ে গেলেন সুনীল নারিন (০)। ২০ রানে ৩ উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২০ রানে ২ উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স। ১০ রান করে আউট ভেঙ্কটেশ আইয়ার।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২২৯ রানের টার্গেট তাড়া করতে নেমে তৃতীয় বলেই আউট হয়ে গেলেন কলকাতা নাইট রাইডার্সের ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। শুরুতেই চাপে কেকেআর।
ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৪ উইকেটে ২২৮ রান করল সানরাইজার্স হায়দরাবাদ। ১০০ রান করে অপরাজিত থাকেন হ্যারি ব্রুক। ৫০ রান করেন এইডেন মার্করাম। ৩২ রান করেন অভিষেক শর্মা। ১৬ রান করে অপরাজিত থাকেন হেইনরিখ ক্লাসেন। কেকেআর-এর হয়ে ২২ রান দিয়ে ৩ উইকেট নেন আন্দ্রে রাসেল। ৪১ রান দিয়ে ১ উইকেট নেন বরুণ চক্রবর্তী।
ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৫৫ বলে শতরান করলেন সানরাইজার্স হায়দরাবাদের ওপেনার হ্যারি ব্রুক।
১৮ ওভারের শেষে সানরাইজার্স হায়দরাবাদের স্কোর ৩ উইকেটে ২০০। হ্যারি ব্রুক ৯০ ও অভিষেক শর্মা ৩২ রানে অপরাজিত।
ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৪ ওভার বোলিং করে ৪৪ রান দিলেন সূযশ শর্মা। উইকেট পেলেন না এই তরুণ।
২৬ বলে ৫০ রান করে আউট আউট সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক এইডেন মার্করাম। ১২৯ রানে ৩ উইকেট হারাল হায়দরাবাদ।
আইপিএল-এ প্রথম অর্ধশতরান করলেন সানরাইজার্স হায়দরাবাদের ওপেনার হ্যারি ব্রুক। এইডেন মার্করামও অর্ধশতরানের পথে। বড় স্কোর করতে চলেছে হায়দরাবাদ।
ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৯ ওভারের শেষে সানরাইজার্স হায়দরাবাদের স্কোর ২ উইকেটে ৮৫। ৪৫ রানে অপরাজিত হ্যারি ব্রুক। ১৪ রানে অপরাজিত এইডেন মার্করাম। আউট হয়ে গিয়েছেন ময়ঙ্ক আগরওয়াল (৯) ও রাহুল ত্রিপাঠি (৯)।
পঞ্চম ওভারে বোলিং করতে এসে প্রথম বলেই সানরাইজার্স হায়দরাবাদের ওপেনার ময়ঙ্ক আগরওয়ালকে (৯) আউট করে দিলেন আন্দ্রে রাসেল। ৪৬ রানে প্রথম উইকেট হারাল হায়দরাবাদ।
ইডেন গার্ডেন্সে ঝোড়ো ব্যাটিং সানরাইজার্স হায়দরাবাদের ওপেনার হ্যারি ব্রুকের। ৩ ওভারের শেষে ১১ বল খেলে তিনি ৩১ রান করে অপরাজিত। অপর ওপেনার ময়ঙ্ক আগরওয়ালব ৭ রানে অপরাজিত। ৩ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর বিনা উইকেটে ৪৩।
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ব্যাটিং ওপেন করতে নেমেছেন হ্যারি ব্রুক ও ময়ঙ্ক আগরওয়াল।