বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৭ রানে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস। হার দিয়ে আইপিএল অভিযান শুরু হল কেকেআর-এর।
IPL 2023 PBKS Vs KKR Live: ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৭ রানে জয় পাঞ্জাব কিংসের
নতুন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও অধিনায়ক নীতীশ রানার নেতৃত্বে পথ চলা শুরু হল কলকাতা নাইট রাইডার্সের। এবারের আইপিএল-এ নিজেদের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের মুখোমুখি হয়েছে কেকেআর। প্রথম ম্যাচ জিতে ভালোভাবেই আইপিএল অভিযান শুরু করাই লক্ষ্য কেকেআর-এর।
- FB
- TW
- Linkdin
বৃষ্টির জন্য বন্ধ হয়ে যাওয়ার পর এখনও শুরু করা গেল না পাঞ্জাব কিংস-কলকাতা নাইট রাইডার্স ম্যাচ। কমানো হতে পারে ওভার সংখ্যা।
১৬ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ৭ উইকেটে ১৪৬। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৪৬ রান দরকার কেকেআর-এর।
৩৪ রান করে আউট হয়ে গেলেন ভেঙ্কটেশ আইয়ার। ৭ উইকেট খুইয়ে হারের মুখে কলকাতা নাইট রাইডার্স।
১৯ বলে ৩৫ রান করে আউট হয়ে গেলেন আন্দ্রে রাসেল। কলকাতা নাইট রাইডার্সের জয়ের আশা কমছে।
২৪ রান করে আউটে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতীশ রানা। ৪ রান করে আউট রিঙ্কু সিং। ৮০ রানে ৫ উইকেট হারিয়ে চাপে কেকেআর।
কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতীশ রানা ও ভেঙ্কটেশ আইয়ার লড়াই চালাচ্ছেন।
২২ রান করে আউট হয়ে গেলেন কলকাতা নাইট রাইডার্সের ওপেনার রহমানউল্লা গুরবাজ। ২৯ রানে ৩ উইকেট হারাল কেকেআর।
কলকাতা নাইট রাইডার্সের ইনিংসের দ্বিতীয় ওভারে মনদীপ সিংয়ের পর অনুকূল রায়কেও (৪) আউট করে দিলেন আর্শদীপ সিং। ১৭ রানে ২ উইকেট হারাল কেকেআর।
২ রান করে আর্শদীপ সিংয়ের বলে স্যাম কারানকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন কলকাতা নাইট রাইডার্সের ওপেনার মনদীপ সিং।
ভানুকা রাজাপক্ষের পরিবর্তে 'ইমপ্যাক্ট প্লেয়ার' হিসেবে ঋষি ধাওয়ানকে মাঠে নামাল পাঞ্জাব কিংস।
১৯২ রানের টার্গেট তাড়া করতে নেমেছে কলকাতা নাইট রাইডার্স। ব্যাটিং ওপেন করছেন রহমানউল্লা গুরবাজ ও মনদীপ সিং।
আইপিএল-এর ইতিহাসে এরকম ঘটনা বোধহয় এর আগে ঘটেনি। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের ইনিংস শুরু হওয়ার মুখে বাতিস্তম্ভের আলো নিভে গেল। ফলে কেকেআর-এর ইনিংস শুরু হতে দেরি হচ্ছে।
৫ উইকেটে ১৯২ রান করল পাঞ্জাব কিংস। সর্বাধিক ৫০ রান ভানুকা রাজাপক্ষর। কলকাতা নাইট রাইডার্সের হয়ে ৫৪ রান দিয়ে ২ উইকেট নিলেন টিম সাউদি।
১৩ বলে ১৬ রান করে সুনীল নারিনের বলে আউট হয়ে গেলেন সিকন্দর রাজা। ১৬৮ রানে ৫ উইকেট হারাল পাঞ্জাব কিংস।
২৯ বলে ৪০ রান করে বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়ে গেলেন পাঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ান। চতুর্থ উইকেট পেল কেকেআর।
১১ বলে ২১ রান করেন আউট হয়ে গেলেন জিতেশ শর্মা। পাঞ্জাব কিংসের তৃতীয় উইকেট পেল কলকাতা নাইট রাইডার্স।
৩২ বলে ৫০ রান করে আউট হয়ে গেলেন পাঞ্জাব কিংসের ব্যাটার ভানুকা রাজাপক্ষ। দ্বিতীয় উইকেট পেল কলকাতা নাইট রাইডার্স। রাজাপক্ষকে আউট করলেন উমেশ যাদব।
ভালো ব্যাটিং করছেন ভানুকা রাজাপক্ষ ও শিখর ধাওয়ান। বড় স্কোরের পথে পাঞ্জাব কিংস।
ষষ্ঠ ওভারে ১ উইকেট হারিয়ে ৫০ পেরিয়ে গেল পাঞ্জাব কিংসের স্কোর। ক্রিজে শিখর ধাওয়ান ও ভানুকা রাজাপক্ষ।