IND vs NZ Series 2026: টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে যশপ্রীত বুমরা এবং হার্দিক পান্ডিয়াকে বিশ্রাম দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে।
IND vs NZ Series 2026: আসন্ন টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে যশপ্রীত বুমরা এবং হার্দিক পান্ডিয়াকে বিশ্রাম দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে (ind vs nz 2026 odi series)। চোট সারিয়ে দলে ফিরবেন শুভমান গিল এবং শ্রেয়স আইয়ার (ind vs nz series 2026)।
টি-২০ সিরিজে দুজনকেই দলে নেওয়া হবে?
আসলে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ কার্যত, দুয়ারে কড়া নাড়ছে। এহেন অবস্থায় চাপ কমাতেই পেস বোলার যশপ্রীত বুমরা এবং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে বলে খবর। তবে টি-২০ সিরিজে দুজনকেই দলে নেওয়া হবে। আগামী রবিবার বা সোমবার, নিউজিল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করা হতে পারে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নির্বাচিত দলটিই কিউইদের বিরুদ্ধে খেলতে নামবে বলে অনেকে মনে করছেন। গত ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালের পর বুমরা এবং মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের পর, হার্দিক আর একদিনের ম্যাচ খেলেননি। টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে দুজনের উপস্থিতি নিশ্চিত করাই এই মুহূর্তে বিসিসিআই-এর প্রাথমিক লক্ষ্য। অপরদিকে, হার্দিক ম্যাচ প্র্যাকটিসের জন্য বিজয় হাজারে ট্রফিতে বরোদার হয়ে একটি বা দুটি ম্যাচে খেলতে পারেন।
সেইসঙ্গে, চোট সারিয়ে ওঠা অধিনায়ক শুভমান গিল এবং সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ারও দলে ফিরবেন বলে জানা যাচ্ছে। শ্রেয়স আপাতত বেঙ্গালুরুতে বিসিসিআই-এর সেন্টার অফ এক্সিলেন্সে রিহ্যাব এবং অনুশীলন করছেন।
এরপর টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে
গিল ও শ্রেয়সের অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতকে নেতৃত্ব দেন কেএল রাহুল। পাশাপাশি বিজয় হাজারে ট্রফিতে সেঞ্চুরি করে নিজেদের ফর্ম ধরে রাখা রোহিত শর্মা এবং বিরাট কোহলিও দলে থাকবেন। সূত্রের খবর, ঋষভ পন্থের পরিবর্তে ঈশান কিষাণ দলে ফিরতে পারেন।
অর্থাৎ, ঋষভ পন্থকে শুধুমাত্র টেস্ট ক্রিকেটেই সীমাবদ্ধ রাখতে চাইছেন বিসিসিআই কর্তারা। আগামী ১১ জানুয়ারি, ভাদোদরায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচটি রয়েছে। এরপর রাজকোট এবং ইন্দোরেও একদিনের ম্যাচ খেলবে দুই দল। এরপর টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে।
রায়পুর, গুয়াহাটি, বিশাখাপত্তনম এবং তিরুবনন্তপুরম হল বাকি টি-টোয়েন্টি ম্যাচগুলির ভেন্যু। ২১ জানুয়ারি তিরুবনন্তপুরমে শেষ টি-টোয়েন্টি ম্যাচটি হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


