জসপ্রীত বুমরা থেকে ঋষভ পন্থ, এবারের আইপিএল-এ দেখা যাবে না এই তারকাদের
- FB
- TW
- Linkdin
গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে মাঠের বাইরে উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ, তিনি খেলতে পারবেন না আইপিএল-এ
উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ কবে ফিট হয়ে মাঠে ফিরবেন, সেটা কেউই বলতে পারছেন না। এ বছরের শেষদিকের আগে ঋষভের পক্ষে হয়তো মাঠে ফেরা সম্ভব হবে না।
চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গিয়েছেন মুম্বই ইন্ডিয়ানসের পেসার জসপ্রীত বুমরা
চোটের জন্য বেশ কিছুদিন মাঠের বাইরে পেসার জসপ্রীত বুমরা। আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানসের হয়ে তাঁর খেলার কথা ছিল। কিন্তু এখনও ফিট হয়ে ওঠেননি বুমরা। ফলে তাঁর পক্ষে আইপিএল-এও খেলা সম্ভব হবে না।
আইপিএল-এ খেলছেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও, মায়ের অসুস্থতার জন্য তিনি দেশে ফিরে গিয়েছেন
দেশের হয়ে খেলার জন্য এবারের আইপিএল-এ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। গত মরসুমে তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন। কিন্তু এবারের আইপিএল-এ নেই কামিন্স।
এবারের আইপিএল-এ খেলছেন না অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক, তিনি নিলামে যোগ দেননি
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলা অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক এবারের আইপিএল-এ নেই। তিনি নিজেই আইপিএল-এ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। নিলামে ছিলেন না এই পেসার।
জাতীয় দলের হয়ে টানা খেলে ক্লান্ত, সেই কারণে এবারের আইপিএল-এ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন অ্যালেক্স হেলস
২০২২ সালের টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখান অ্যালেক্স হেলস। তিনি দলকে চ্যাম্পিয়ন করতে সাহায্য করেন। তবে এবারের আইপিএল-এ তিনি খেলছেন না।
অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথও এবারের আইপিএল-এ খেলছেন না
এবারের আইপিএল-এর নিলামে যোগ দেননি অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ। ফলে তিনিও এবারের আইপিএল-এ খেলছেন না।