আইপিএল-এর প্রথম ম্যাচে হার কলকাতা নাইট রাইডার্সের, ব্যর্থ অধিনায়ক নীতীশ রানা
আইপিএল-এর প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে হেরে গেল কলকাতা নাইট রাইডার্স | ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৭ উইকেটে হেরে গেল কেকেআর ।
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক নীতীশ রানা | প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ১৯১ রান করে পাঞ্জাব | জবাবে ১৬ ওভারে ৭ উইকেটে ১৪৬ রান করে কেকেআর | বৃষ্টির জন্য কেকেআর-এর ইনিংসের ১৬ ওভারের পর বন্ধ হয়ে যায় খেলা | এই ম্যাচ আর শুরু করা সম্ভব হয়নি, সেই কারণেই পাঞ্জাবকে জয়ী ঘোষণা করা হয় | প্রথম ম্যাচে ভালো পারফরম্যান্স দেখাতে পারল না কেকেআর। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ব্যর্থ নাইটরা। অধিনায়ক নীতীশও ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না। দ্বিতীয় উইকেট জুটিতে ৮৬ রান করে পাঞ্জাবকে ভালো জায়গায় পৌঁছে দেন অধিনায়ক শিখর ধাওয়ান (৪০) ও ভানুকা রাজাপক্ষ (৫০)। ৪ নম্বরে ব্যাটিং করতে নেমে জিতেশ শর্মা করেন ২১ রান। সিকন্দর রাজা করেন ১৬ রান। ২৬ রান করে অপরাজিত থাকেন স্যাম কারান। ১১ রান করে অপরাজিত থাকেন শাহরুখ খান। রান তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কেকেআর। প্রথম বলেই মনদীপ সিংকে (২) আউট করে দেন আর্শদীপ সিং। এই ওভারের শেষ বলে আউট হয়ে যান অনুকূল রায় (৪) । শার্দুল ঠাকুর ৮ ও নারিন ৭ রান করে অপরাজিত থাকেন ।