আইপিএল-এর আগে প্রস্তুতি শিবিরে যোগ দিতে চেন্নাই পৌঁছে গেলেন মহেন্দ্র সিং ধোনি
- FB
- TW
- Linkdin
চেন্নাই সুপার কিংস সমর্থকদের কাছে 'থালা' হিসেবে পরিচিত মহেন্দ্র সিং ধোনি, তাঁর জনপ্রিয়তা অটুট
চেন্নাই সুপার কিংস সমর্থকদের কাছে মহেন্দ্র সিং ধোনি যে কতটা জনপ্রিয়, সেটা শুক্রবার ফের বোঝা গেল। চেন্নাই বিমানবন্দরে ধোনিকে স্বাগত জানালেন সিএসকে সমর্থকরা। তাঁরা ঢোল বাজিয়ে মহাসমারোহে ধোনিকে অভ্যর্থনা জানান।
এবারের আইপিএল-এর প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসের মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস
৩১ মার্চ এবারের আইপিএল-এর প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসের মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনি-হার্দিক পান্ডিয়ার লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
শুক্রবার চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে শুরু হল চেন্নাই সুপার কিংসের প্রস্তুতি শিবির
আইপিএল-এর আগে চেন্নাইয়ে শুরু হল চেন্নাই সুপার কিংসের প্রস্তুতি শিবির। এই প্রস্তুতি শিবিরে যোগ দিলেন দলের সেরা তারকা মহেন্দ্র সিং ধোনি।
মহেন্দ্র সিং ধোনি পৌঁছতেই বদলে গিয়েছে চেন্নাই সুপার কিংস শিবিরের চেহারা
প্রথম আইপিএল থেকেই চেন্নাই সুপার কিংসের সবচেয়ে বড় ভরসার নাম মহেন্দ্র সিং ধোনি। ১৫ বছর পরেও সিএসকে-র সঙ্গে ধোনির সম্পর্ক একইরকম আছে। বিশেষ করে সিএসকে সমর্থকদের কাছে ধোনি ঈশ্বরতুল্য।
চেন্নাই সুপার কিংসের ট্যুইটার হ্যান্ডলে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই পৌঁছনোর ছবি শেয়ার করা হয়েছে
চেন্নাই সুপার কিংসের সমর্থকদের সঙ্গেই বিমানবন্দরে হাজির ছিল একাধিক শিশুও। তাদেরই একজনের সঙ্গে ছবি তোলেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই সুপার কিংসের ট্যুইটার হ্যান্ডলে সেই ছবি শেয়ার করা হয়েছে।
এখনও পর্যন্ত ৪ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস, ২ বার চ্যাম্পিয়ন্স লিগও জিতেছে মহেন্দ্র সিং ধোনির দল
২০১০, ২০১১, ২০১৮ ও ২০২০ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। ২০১০ ও ২০১৪ সালে চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ টুর্নামেন্টও চ্যাম্পিয়ন হয়েছেন মহেন্দ্র সিং ধোনিরা।
এটাই হয়তো ধেনির শেষ আইপিএল, চেন্নাই সুপার কিংসের সেরা তারকার অবসর নিয়ে চলছে জল্পনা
মহেন্দ্র সিং ধোনির বয়স এখন ৪১ বছর। এটাই হয়তো তাঁর শেষ আইপিএল। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ধোনি। এবার আইপিএল থেকেও তাঁর অবসর নিয়ে চলছে জল্পনা।