IPL 2023 Playoffs: বুধবার চিপকে এলিমিনেটরের লড়াইয়ে রোহিত বনাম ক্রুণাল

বুধবার মুম্বই ইন্ডিয়ানসের মুখোমুখি হচ্ছে লখনউ। গতবার ফাইনালে উঠতে পারেনি, এবার ফাইনালে উঠতে মরিয়া ক্রুণাল পান্ডিয়ার দল। অত্যন্ত শক্তিশালী রোহিত শর্মার দল, ফলে চিপকে কঠিন লড়াই লখনউয়ের।

Share this Video

আইপিএল-এ পরপর ২ বার প্লে-অফে পৌঁছে গিয়েছে লখনউ সুপার জায়ান্টস। গতবার ফাইনালে উঠতে পারেনি। এবার ফাইনালে উঠতে মরিয়া ক্রুণাল পান্ডিয়ার দল। পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে থাকার ফলে এলিমিনেটর খেলতে হচ্ছে লখনউকে। বুধবার মুম্বই ইন্ডিয়ানসের মুখোমুখি হচ্ছে লখনউ। ২০২০ সালের পর প্রথমবার প্লে-অফে পৌঁছে গিয়েছে ৫ বারের চ্যাম্পিয়নরা। অত্যন্ত শক্তিশালী রোহিত শর্মার দল। ফলে চিপকে কঠিন লড়াই লখনউয়ের। মুম্বই ইন্ডিয়ানসে একসঙ্গে খেলেছেন রোহিত ও ক্রুণাল। এবার তাঁরা প্রতিপক্ষ। বুধবার যে দল জিতবে তারা দ্বিতীয় কোলায়িফায়ারে গুজরাট টাইটানসের মুখোমুখি হবে। সেই ম্যাচে যে দল জয় পাবে তারা ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে।

Related Video