IPL 2023: টানা ২ ম্যাচে হার, রবিবার ঘরের মাঠে পাঞ্জাবের সামনে হায়দরাবাদ
রবিবার আইপিএল-এ দুর্দান্ত ছন্দে থাকা পাঞ্জাব কিংসের সামনে পয়েন্ট তালিকায় সবার শেষে থাকা সানরাইজার্স হায়দরাবাদ। চলতি আইপিএল-এ প্রথম ২ ম্যাচ জিতে ভালো জায়গায় শিখর ধাওয়ানের দল। ঘরের মাঠে জয়ে ফিরতে মরিয়া ওয়াশিংটন সুন্দর, টি নটরাজনরা |
রবিবার আইপিএল-এ দুর্দান্ত ছন্দে থাকা পাঞ্জাব কিংসের সামনে পয়েন্ট তালিকায় সবার শেষে থাকা সানরাইজার্স হায়দরাবাদ। চলতি আইপিএল-এ প্রথম ২ ম্যাচ জিতে ভালো জায়গায় শিখর ধাওয়ানের দল। অন্যদিকে, এখনও পর্যন্ত ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি ভুবনেশ্বর কুমার, এইডেন মার্করামরা। দলের ব্যাটিং বিভাগের পারফরম্যান্স নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন কোচ ব্রায়ান লারা। ফলে স্বস্তিতে নেই হায়দরাবাদ শিবির। ঘরের মাঠে জয়ে ফিরতে মরিয়া ওয়াশিংটন সুন্দর, টি নটরাজনরা। তবে হায়দরাবাদের জয় পাওয়া সহজ হবে না। পাঞ্জাবের ব্যাটিং বিভাগ অত্যন্ত শক্তিশালী। আর্শদীপ সিংরা ভালো বোলিংও করছেন। ফলে কিছুটা এগিয়ে থেকেই মাঠে নামছে পাঞ্জাব।