10:06 PM (IST) Dec 19
আইপিএল নিলামে ৭২ জন ক্রিকেটারের জন্য খরচ করা হল ২৩০.৪৫ কোটি টাকা

মঙ্গলবার আইপিএল-এর নিলামে মোট ৭২ জন ক্রিকেটারকে দলে নিল বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। খরচ হল মোট ২৩০.৪৫ কোটি টাকা।

09:37 PM (IST) Dec 19
মহম্মদ নবিকে দেড় কোটি টাকা দিয়ে দলে নিল মুম্বই ইন্ডিয়ানস

আফগানিস্তানের অলরাউন্ডার মহম্মদ নবিকে দেড় কোটি টাকা দিয়ে দলে নিল মুম্বই ইন্ডিয়ানস।

08:55 PM (IST) Dec 19
২০২৪ সালের আইপিএল-এ খেলছেন না স্টিভ স্মিথ

মঙ্গলবার আইপিএল-এর নিলামে কোনও দলেই জায়গা পেলেন না স্টিভ স্মিথ। ফলে তাঁর পক্ষে ২০২৪ সালের আইপিএল-এ খেলা হচ্ছে না।

08:51 PM (IST) Dec 19
২ কোটি টাকা দিয়ে আফগানিস্তানের মুজিব-উর-রহমানকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স

আফগানিস্তানের স্পিনার মুজিব-উর-রহমানকে ২ কোটি টাকা দিয়ে দলে নিল কলকাতা নাইট রাইডার্স।

08:40 PM (IST) Dec 19
আইপিএল নিলামে দল পেলেন না করুণ নায়ার

এবারের আইপিএল-এর নিলামে কোনও দলই করুণ নায়ারকে নিল না। অবিক্রিত থেকে গেলেন এই ব্যাটার।

08:20 PM (IST) Dec 19
রবিন মিনজকে ৩ কোটি টাকা দিয়ে দলে নিল গুজরাট টাইটানস

২১ বছর বয়সি উইকেটকিপার-ব্যাটার রবিন মিনজকে ৩ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে গুজরাট টাইটানস।

07:57 PM (IST) Dec 19
৪.৮ কোটি টাকা দিয়ে নুয়ান তুষারাকে দলে নিল মুম্বই ইন্ডিয়ানস

'জুনিয়র লসিত মালিঙ্গা' হিসেবে পরিচিত হয়ে ওঠা শ্রীলঙ্কার পেসার নুয়ান তুষারাকে ৪.৮ কোটি টাকা দিয়ে দলে নিল মুম্বই ইন্ডিয়ানস।

07:47 PM (IST) Dec 19
৫ কোটি টাকায় দিল্লি ক্যাপিটালসে অস্ট্রেলিয়ার পেসার ঝাই রিচার্ডসন

মঙ্গলবার আইপিএল নিলামে অস্ট্রেলিয়ার পেসার ঝাই রিচার্ডসনকে ৫ কোটি টাকা দিয়ে দলে নিল দিল্লি ক্যাপিটালস।

07:41 PM (IST) Dec 19
২ কোটি টাকায় চেন্নাই সুপার কিংসে মুস্তাফিজুর রহমান

বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ২ কোটি টাকা দিয়ে দলে নিল চেন্নাই সুপার কিংস।

07:38 PM (IST) Dec 19
১০ কোটি টাকা দিয়ে স্পেন্সার জনসনকে দলে নিল গুজরাট টাইটানস

অস্ট্রেলিয়ার পেসার স্পেন্সার জনসনকে ১০ কোটি টাকা দিয়ে দলে নিল গুজরাট টাইটানস।

07:37 PM (IST) Dec 19
আইপিএল-এর নিলামে দল পেলেন না ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ

মঙ্গলবার আইপিএল-এর নিলামে কোনও দলই ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপকে নিল না। অবিক্রিত থেকে গেলেন হোপ।

07:06 PM (IST) Dec 19
২.৪০ কোটি টাকায় এম সিদ্ধার্থকে দলে নিল লখনউ সুপার জায়ান্টস

২.৪০ কোটি টাকার বিনিময়ে এম সিদ্ধার্থকে দলে নিল লখনউ সুপার জায়ান্টস।

06:44 PM (IST) Dec 19
২.২ কোটি টাকায় গুজরাট টাইটানসে সুশান্ত মিশ্র

ভারতীয় দলের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা বাঁ হাতি পেসার সুশান্ত মিশ্রকে ২.২ কোটি টাকা দিয়ে দলে নিল সানরাইজার্স হায়দরাবাদ।

06:24 PM (IST) Dec 19
৫ কোটি টাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে যশ দয়াল

গত মরসুমে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচের শেষ ওভারে রিঙ্কু সিং তাঁর বলেই ৫টি ওভার-বাউন্ডারি মারেন। সেই যশ দয়ালকে এবারের আইপিএল-এর নিলামে ৫ কোটি টাকা দিয়ে দলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

05:54 PM (IST) Dec 19
৭.৪০ কোটি টাকা দিয়ে শাহরুখ খানকে দলে নিল গুজরাট টাইটানস

২০২৩ সালের আইপিএল-এ পাঞ্জাব কিংসের হয়ে খেলা শাহরুখ খানকে ৭.৪০ কোটি টাকা দিয়ে দলে নিল গুজরাট টাইটানস।

05:51 PM (IST) Dec 19
আইপিএল নিলামে ৮.৪০ কোটি টাকা পেলেন সমীর রিজভি

এবারের আইপিএল-এর নিলামের আগে সমীর রিজভিকে নিয়ে আলোচনা শুরু হয়েছিল। নিলামে ৮.৪০ কোটি টাকা দিয়ে তাঁকে দলে নিল চেন্নাই সুপার কিংস।

04:59 PM (IST) Dec 19
নিলামের শেষদিকে কলকাতা নাইট রাইডার্সের হাতে মাত্র ৬.৯৫ কোটি টাকা

মঙ্গলবার আইপিএল-এর নিলামের চতুর্থ সেট হওয়ার পর কলকাতা নাইট রাইডার্সের হাতে আছে মাত্র ৬.৯৫ কোটি টাকা।

04:22 PM (IST) Dec 19
বিপুল অর্থে দিলশান মদুশনাকাকে দলে নিল মুম্বই ইন্ডিয়ানস

বেস প্রাইস ৫০ লক্ষ টাকা হলেও, ৪.৬ কোটি টাকা দিয়ে দিলশান মদুশনাকাকে দলে নিল মুম্বই ইন্ডিয়ানস।

04:10 PM (IST) Dec 19
১.৬ কোটি টাকা দিয়ে জয়দেব উনাদকাটকে দলে নিল সানরাইজার্স হায়দরাবাদ

এবারের আইপিএল-এর নিলামে জয়দেব উনাদকাটের বেস প্রাইস ছিল ৫০ লক্ষ টাকা। তাঁকে ১.৬ কোটি টাকা দিয়ে দলে নিল সানরাইজার্স হায়দরাবাদ।

03:48 PM (IST) Dec 19
আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে বেশি দর পেলেন মিচেল স্টার্ক

২৪.৭৫ কোটি টাকা দিয়ে মিচেল স্টার্ককে দলে নিল কলকাতা নাইট রাইডার্স।

Read more Articles on