মঙ্গলবার আইপিএল-এর নিলামে মোট ৭২ জন ক্রিকেটারকে দলে নিল বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। খরচ হল মোট ২৩০.৪৫ কোটি টাকা।
IPL 2024 Auction Live Updates: আইপিএল নিলামে দল পেলেন না স্টিভ স্মিথ
এবারই প্রথম দেশের বাইরে হচ্ছে আইপিএল। দুবাইয়ের কোকা কোলা এরিনায় হচ্ছে ২০২৪ সালের আইপিএল-এর নিলাম। সব ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিরা দুবাইয়ে পৌঁছে গিয়েছেন। নিলামের মাধ্যমে শক্তিশালী দল গঠন করার লক্ষ্যে আইপিএল-এর প্রতিটি ফ্র্যাঞ্চাইজি।
- FB
- TW
- Linkdin
আফগানিস্তানের অলরাউন্ডার মহম্মদ নবিকে দেড় কোটি টাকা দিয়ে দলে নিল মুম্বই ইন্ডিয়ানস।
মঙ্গলবার আইপিএল-এর নিলামে কোনও দলেই জায়গা পেলেন না স্টিভ স্মিথ। ফলে তাঁর পক্ষে ২০২৪ সালের আইপিএল-এ খেলা হচ্ছে না।
আফগানিস্তানের স্পিনার মুজিব-উর-রহমানকে ২ কোটি টাকা দিয়ে দলে নিল কলকাতা নাইট রাইডার্স।
এবারের আইপিএল-এর নিলামে কোনও দলই করুণ নায়ারকে নিল না। অবিক্রিত থেকে গেলেন এই ব্যাটার।
২১ বছর বয়সি উইকেটকিপার-ব্যাটার রবিন মিনজকে ৩ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে গুজরাট টাইটানস।
'জুনিয়র লসিত মালিঙ্গা' হিসেবে পরিচিত হয়ে ওঠা শ্রীলঙ্কার পেসার নুয়ান তুষারাকে ৪.৮ কোটি টাকা দিয়ে দলে নিল মুম্বই ইন্ডিয়ানস।
মঙ্গলবার আইপিএল নিলামে অস্ট্রেলিয়ার পেসার ঝাই রিচার্ডসনকে ৫ কোটি টাকা দিয়ে দলে নিল দিল্লি ক্যাপিটালস।
বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ২ কোটি টাকা দিয়ে দলে নিল চেন্নাই সুপার কিংস।
অস্ট্রেলিয়ার পেসার স্পেন্সার জনসনকে ১০ কোটি টাকা দিয়ে দলে নিল গুজরাট টাইটানস।
মঙ্গলবার আইপিএল-এর নিলামে কোনও দলই ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপকে নিল না। অবিক্রিত থেকে গেলেন হোপ।
২.৪০ কোটি টাকার বিনিময়ে এম সিদ্ধার্থকে দলে নিল লখনউ সুপার জায়ান্টস।
ভারতীয় দলের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা বাঁ হাতি পেসার সুশান্ত মিশ্রকে ২.২ কোটি টাকা দিয়ে দলে নিল সানরাইজার্স হায়দরাবাদ।
গত মরসুমে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচের শেষ ওভারে রিঙ্কু সিং তাঁর বলেই ৫টি ওভার-বাউন্ডারি মারেন। সেই যশ দয়ালকে এবারের আইপিএল-এর নিলামে ৫ কোটি টাকা দিয়ে দলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
২০২৩ সালের আইপিএল-এ পাঞ্জাব কিংসের হয়ে খেলা শাহরুখ খানকে ৭.৪০ কোটি টাকা দিয়ে দলে নিল গুজরাট টাইটানস।
এবারের আইপিএল-এর নিলামের আগে সমীর রিজভিকে নিয়ে আলোচনা শুরু হয়েছিল। নিলামে ৮.৪০ কোটি টাকা দিয়ে তাঁকে দলে নিল চেন্নাই সুপার কিংস।
মঙ্গলবার আইপিএল-এর নিলামের চতুর্থ সেট হওয়ার পর কলকাতা নাইট রাইডার্সের হাতে আছে মাত্র ৬.৯৫ কোটি টাকা।
বেস প্রাইস ৫০ লক্ষ টাকা হলেও, ৪.৬ কোটি টাকা দিয়ে দিলশান মদুশনাকাকে দলে নিল মুম্বই ইন্ডিয়ানস।
এবারের আইপিএল-এর নিলামে জয়দেব উনাদকাটের বেস প্রাইস ছিল ৫০ লক্ষ টাকা। তাঁকে ১.৬ কোটি টাকা দিয়ে দলে নিল সানরাইজার্স হায়দরাবাদ।
২৪.৭৫ কোটি টাকা দিয়ে মিচেল স্টার্ককে দলে নিল কলকাতা নাইট রাইডার্স।