Royal Challengers Bengaluru vs Punjab Kings: মঙ্গলবার রাতে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) পাঞ্জাব কিংসকে হারিয়ে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই সাফল্যে উচ্ছ্বসিত আরসিবি সমর্থকরা।

IPL 2025 Champion Royal Challengers Bengaluru: প্রথমবার আইপিএল (IPL 2025) চ্যাম্পিয়ন হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতেই হবে। এই কারণে নিজের বিয়ে থামিয়ে দিলেন এক যুবক। মঙ্গলবার রাতে তাঁর বিয়ে ছিল। বিয়ের আসরে টেলিভিশনে আইপিএল ফাইনাল (IPL 2025 Final) চলছিল। বিয়ের মণ্ডপের ডানদিকে ছিল টেলিভিশন স্ক্রিন। বিয়ের মণ্ডপে বসে থাকলে ম্যাচ দেখতে সমস্যা হতে পারে। সে কথা ভেবে সোজা টেলিভিশন স্ক্রিনের সামনে হাজির হলেন বর। বাকিদের সঙ্গে তিনিও বিরাট কোহলির (Virat Kohli) প্রথমবার আইপিএল জয়ের মুহূর্তের সাক্ষী থাকলেন। শেরওয়ানি-পাগড়ি পরে, গলায় মালা নিয়ে আরসিবি-র জয়ে উল্লাসে মেতে উঠলেন বর। বিয়ের আসরে হাজির থাকা বাকিরাও বরের মতোই উচ্ছ্বসিত হয়ে ওঠেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও।

আরসিবি-জ্বরে আক্রান্ত ক্রিকেটপ্রেমীরা

সারা দেশ ফের বাড়ছে করোনাভাইরাস সংক্রমণ। পশ্চিমবঙ্গে ঘরে ধরে জ্বর-সর্দি-কাশি-সারা শরীরে যন্ত্রণা-গলা ব্যথার মতো উপসর্গ দেখা যাচ্ছে। কিন্তু সবকিছুকে ছাপিয়ে গিয়েছে আরসিবি-জ্বর। আইপিএল-এর শুরু থেকে যে ফ্র্যাঞ্চাইজিগুলি খেলছে, তাদের মধ্যে এতদিন শুধু আরসিবি, পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার সেই অধরা খেতাব জিতে নিল আরসিবি। দ্বিতীয়বার ফাইনালে পৌঁছেও হেরে গেল পাঞ্জাব কিংস। এবারের আইপিএল-এর শুরুটা ভালো করলেও, তারপর ছন্দ হারিয়ে প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারেনি দিল্লি ক্যাপিটালস। দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ট্রফি জিতে নিল আরসিবি। বিরাটের হাতে ট্রফি দেখে আবেগ ধরে রাখতে পারছেন না ক্রিকেটপ্রেমীরা। আরসিবি সমর্থক নন এমন অনেকেই চাইছিলেন বিরাট অন্তত একবার আইপিএল জিতুন। সবার আশাই পূর্ণ হল।

Scroll to load tweet…

বিরাটের স্বপ্নপূরণ

২০০৮ সালে প্রথম আইপিএল থেকেই আরসিবি-র হয়ে খেলছেন বিরাট। ২০০৯, ২০১১ ও ২০১৬ সালে ফাইনালে পৌঁছেও তাঁরা হেরে যান। এবার অবশ্য আর খালি হাতে ফিরতে হল না। চ্যাম্পিয়ন হয়ে বিরাটের চোখে যখন জল, তখন আবেগ ছুঁয়ে গেল তাঁর অনুরাগীদেরও।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।