Mitchell Marsh Century: চলতি আইপিএল-এ (IPL 2025) প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। তবে বৃহস্পতিবার গুজরাট টাইটানসকে (Gujarat Titans) চ্যালেঞ্জ ছুড়ে দিল ঋষভ পন্থের (Rishabh Pant) দল।
IPL 2025 Gujarat Titans vs Lucknow Super Giants: টসের সময় লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant) বলেছিলেন, তাঁরা প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেলেও, নিজেদের গর্ব, সম্মানের জন্য খেলবেন। দলের সবাই তাঁর সেই কথা শুনে অনুপ্রাণিত হয়ে ওঠেন। ঘরের মাঠে গুজরাট টাইটানসকে (Gujarat Titans) কঠিন লড়াইয়ের মুখে ফেলে দিল লখনউ সুপার জায়ান্টস। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ঋষভরা ২ উইকেটে ২৩৫ রান করলেন। টসের সময় গুজরাট টাইটানসের অধিনায়ক শুবমান গিল বলেছিলেন, তাঁর ভালো টার্গেট আশা করছেন। কিন্তু ২৩৬ রানের টার্গেট নিশ্চয়ই আশা করেননি শুবমান। লখনউয়ের ব্যাটাররা এরকম পারফরম্যান্স দেখাবেন বুঝতে পারলে হয়তো টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতেন না গুজরাটের অধিনায়ক।
মিচেল মার্শের শতরান
এদিন শুরু থেকেই দ্রুত রান করতে থাকেন লখনউ সুপার জায়ান্টসের ওপেনাররা। ওপেনিং জুটিতে যোগ হয় ৯১ রান। এইডেন মার্করাম (Aiden Markram) ২৪ বলে ৩৬ রান করেন। মিচেল মার্শ (Mitchell Marsh) ৬৪ বলে ১১৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। তিনি ১০টি বাউন্ডারি এবং ৮টি ওভার-বাউন্ডারি মারেন। ২৭ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন ক্যারিবিয়ান তারকা নিকোলাস পুরাণ (Nicholas Pooran)। তিনি ৪টি বাউন্ডারি এবং ৫টি ওভার-বাউন্ডারি মারেন। ৬ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন ঋষভ। তিনি জোড়া ওভার-বাউন্ডারি মারেন।
হতাশ করলেন গুজরাট টাইটানসের বোলাররা
ঘরের মাঠে গুজরাট টাইটানসের কোনও বোলারই ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না। ৩ ওভার বোলিং করে ৩৬ রান দিয়ে ১ উইকেট নেন আর্শাদ খান (Arshad Khan)। ৩ ওভার বোলিং করে ৩৪ রান দিয়ে ১ উইকেট নেন সাই কিশোর (Sai Kishore)। ৪ ওভার বোলিং করে ৩৭ রান দেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। ৪ ওভার বোলিং করে ৪৫ রান দেন কাগিসো রাবাডা (Kagiso Rabada)। ৪ ওভার বোলিং করে ৪৪ রান দেন প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna)। ২ ওভার বোলিং করে ৩৬ রান দেন রশিদ খান (Rashid Khan)।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


