সংক্ষিপ্ত
আইপিএল ২০২৫ মেগা নিলাম শুরু হয়ে গিয়েছে। নিলামের শুরুতে মার্কি ক্রিকেটারদের নিয়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির মধ্যে লড়াই চলছে।
- ১৮ কোটি টাকায় পাঞ্জাব কিংসে যুজবেন্দ্র চাহাল।
- ৭.৫ কোটি টাকায় লখনউ সুপার জায়ান্টসে ডেভিড মিলার।
- ১০ কোটি টাকায় সানরাইজার্স হায়দরাবাদে মহম্মদ শামি।
- শ্রেয়াস আইয়ারকে হারিয়ে দিলেন ঋষভ পন্থ। কিছুক্ষণ আগেই আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটার হওয়ার রেকর্ড গড়েন শ্রেয়াস। ২৬.৭৫ কোটি টাকা দিয়ে তাঁকে দলে নিয়েছে পাঞ্জাব কিংস। এবার ২৭ কোটি টাকা দিয়ে ঋষভ পন্থকে দলে নিল লখনউ সুপার জায়ান্টস।
- ১১.৭৫ কোটি টাকায় দিল্লি ক্যাপিটালসে মিচেল স্টার্ক। পারথ টেস্ট চলাকালীন ভালো খবর পেলেন অস্ট্রেলিয়ার এই পেসার।
- ১৫.৭৫ কোটি টাকায় গুজরাট টাইটানসে জস বাটলার।
- ২৬.৭৫ কোটি টাকায় পাঞ্জাব কিংসে শ্রেয়াস আইয়ার। আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের গতবারের অধিনায়ক এবার নিলামে ইতিহাস গড়লেন।
- আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটার হয়ে গেলেন শ্রেয়াস আইয়ার। এখন তাঁর দর চলছে ২৫ কোটি টাকা। মিচেল স্টার্কের রেকর্ড ভেঙে দিলেন শ্রেয়াস।
- ১০.৭৫ কোটি টাকায় গুজরাট টাইটানসে কাগিসো রাবাডা।
- আইপিএল ২০২৫ মেগা নিলামে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাডা। তাঁর বেস প্রাইস ২ কোটি টাকা।
- আইপিএল ২০২৫ মেগা নিলামের শুরুতেই বিপুল দর পেলেন বাঁ হাতি পেসার আর্শদীপ সিং। তাঁকে নিয়ে প্রথমে দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের মধ্যে লড়াই শুরু হয়। এরপর লড়াইয়ে যোগ দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ। শেষপর্যন্ত ১৮ কোটি টাকায় পাঞ্জাব কিংসে ফিরলেন আর্শদীপ। রাইট টু ম্যাচ অপশন কাজে লাগিয়ে এই পেসারকে দলে ফেরাল পাঞ্জাব।
- আইপিএল ২০২৫ মেগা নিলামে প্রথম ক্রিকেটার আর্শদীপ সিং। তাঁর বেস প্রাইস ২ কোটি টাকা।
- আইপিএল ২০২৫ মেগা নিলামে আছেন মোট ৫৭৭ জন ক্রিকেটার। তাঁদের মধ্যে ২০৪ জন ১০টি ফ্র্যাঞ্চাইজিতে সুযোগ পাবেন।
- শুরু হয়ে গেল আইপিএল ২০২৫ মেগা নিলাম। শুরুতে মার্কি সেটে থাকা ক্রিকেটারদের নিয়ে দর কষাকষি হবে। কে এল রাহুল, ঋষভ পন্থরা কোন দলে যাবেন, সেদিক সবার নজর।
- গত আইপিএল চ্যাম্পিয়ন ক্যাপ্টেন তিনি। দীর্ঘ প্রায় এক দশকের খরা কাটিয়ে ট্রফি এনে দিয়েছেন কেকেআর-কে। কিন্তু রিটেনশন লিস্টে তাঁকে রাখেইনি নাইট ম্যানেজমেন্ট। শনিবার, সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি প্রতিযোগিতাতে দুরন্ত সেঞ্চুরি করেছেন শ্রেয়স আইয়ার। ফলে, একাধিক ফ্র্যাঞ্চাইজির নজরে চলে এসেছেন তিনি।
এখন বিপক্ষ দলের হয়ে মাঠে লড়াই করছেন। কিন্তু কয়েক মাস পরেই হয়তো একই দলে খেলবেন। পারথে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট ম্যাচ চলাকালীন ২২ গজে প্রতিদ্বন্দ্বিতা করলেও, সৌদি আরবের জেড্ডায় আইপিএল ২০২৫ মেগা নিলামে কী হচ্ছে, সেদিকে নজর রাখছেন কে এল রাহুল, মিচেল স্টার্করা। কে কোন দলে যাচ্ছেন, সেটা কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে। প্রতিবারের মতো এবারও অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন ক্রিকেটার আইপিএল নিলামে আছেন। আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলিও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের দলে নিতে আগ্রহী। ফলে জাতীয় দলের হয়ে লড়াই করলেও, আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে একসঙ্গে খেলার জন্য তৈরি হচ্ছেন দুই প্রতিদ্বন্দ্বী দলের ক্রিকেটাররা।
রাহুল-ঋষভকে নিয়ে আগ্রহ তুঙ্গে
গত মরসুমের আইপিএল-এ লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার কাছে প্রকাশ্যে ধমক খাওয়ার পর এবার দল ছেড়েছেন রাহুল। তিনি পারথ টেস্ট ম্যাচের দুই ইনিংসেই ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। ফলে আইপিএল নিলামে বিপুল দর পেতে চলেছেন এই তারকা। তিনি কোন ফ্র্যাঞ্চাইজিতে যাবেন, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। ঋষভ পন্থকে এবার রিটেইন করেনি দিল্লি ক্যাপিটালস। এই উইকেটকিপার-ব্যাটারকে নিয়েও আগ্রহ রয়েছে। তিনি পাঞ্জাব কিংসে যোগ দিতে পারেন বলে জল্পনা চলছে।
কেমন দল গড়ছে কেকেআর?
আইপিএল ২০২৫ মেগা নিলাম শুরু হওয়ার আগে কলকাতা নাইট রাইডার্সের হাতে আছে ৫১ কোটি টাকা। ৬ জন ক্রিকেটারকে রিটেইন করেছে কেকেআর। এবার নিলাম থেকে বাকি ক্রিকেটারদের দলে নেবে গতবারের চ্যাম্পিয়নরা। বাংলার ক্রিকেটপ্রেমীদের নজর কেকেআর-এর দিকে। একইসঙ্গে লখনউ সুপার জায়ান্টস কেমন দল গড়ছে, সেদিকেও নজর রাখবেন বাংলার ক্রীড়াপ্রেমীরা। বিশেষ করে মোহনবাগান সুপার জায়ান্ট সমর্থকরা গোয়েঙ্কার দলের দিকে নজর রাখতেই পারেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
রবিবার-সোমবার সৌদি আরবে আইপিএল ২০২৫ মেগা নিলাম, কখন, কীভাবে দেখা যাবে?
আইপিএল নিলামের নতুন নিয়ম, ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস
হাতে ৫১ কোটি টাকা, আইপিএল নিলামে কাদের দলে নেওয়ার চেষ্টা করতে পারে কেকেআর?