সংক্ষিপ্ত
কলকাতা তাঁকে ধরে রাখেনি।
রবিবার নিলাম শুরু হতেই যেন চমক। প্রসঙ্গত, এবার তাঁকে রিটেইন করেনি তাঁর পুরোনো ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। ঠিক এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে, বাকি ফ্র্যাঞ্চাইজিগুলি যে শ্রেয়সকে ঘিরে বড় দাম হাঁকআবে সেটা আগে থেকেই বোঝা যাচ্ছিল। কারণ, আইপিএল ২০২৪-এ কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন শ্রেয়স।
তাঁর হাত ধরেই চ্যাম্পিয়ন হয় কেকেআর। তাই এবার সবার নজর ছিল তাঁর দিকে। আর উল্লেখযোগ্য বিষয় হল, দীর্ঘ প্রায় এক দশকের খরা কাটিয়ে তিনি ট্রফি এনে দেন নাইটদের। আর এদিকে শনিবার, অর্থাৎ অকশনের ঠিক আগেরদিন সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি প্রতিযোগিতাতে দুরন্ত সেঞ্চুরি করেন শ্রেয়স। ফলে, একাধিক ফ্র্যাঞ্চাইজির নজরে চলে আসেন তিনি।
আর এদিন নিলাম শুরু হতেই চমক। তাঁকে নিয়ে কার্যত টানাটানি শুরু হয়ে যায়। অদ্ভুতভাবে তাঁকে নিতে নিলামের লড়াইতে নামে কেকেআরও। কিন্তু শেষপর্যন্ত আর সম্ভব হয়নি। রেকর্ড অর্থের বিনিময়ে তাঁকে দলে নেয় পাঞ্জাব। শ্রেয়স আইয়ারকে ২৬.৭৫ কোটি টাকায় কিনে নেয় পাঞ্জাব কিংস। সেইসঙ্গে, আইপিএল-এর ইতিহাসে সবথেকে দামি ক্রিকেটার হয়ে গেলেন তিনি।
এদিন নিলামে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রজার বিন্নী এবং সচিব জয় শাহ। এছাড়া ছিলেন আইপিএলের গভর্নিং কাউন্সিলেন বাকি আধিকারিকরাও। অন্যদিকে, নিলামের প্রথমেই আর্শদীপ সিংকে ১৮ কোটি টাকায় কিনে নেয় পাঞ্জাব কিংস। এছাড়া ১১ কোটি ৭৫ লক্ষ টাকার বিনিময়ে অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ককে দলে নিয়েছে দিল্লী ক্যাপিটালস।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।