সংক্ষিপ্ত

আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আইপিএল-এর নিলাম। 

ইতিমধ্যেই সেই পরিকল্পনাও হয়ত তৈরি। বিভিন্ন দলের মধ্যে বেশ কয়েকজনকে নিয়ে আইপিএলের নিলামে কাড়াকাড়ি হতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

রবিবার এবং সোমবার মিলিয়ে মোট ২০৪ জন ক্রিকেটারকে কেনার সুযোগ রয়েছে ১০টি দলের সামনে। 

এবারের নিলামে সবচেয়ে বেশি টাকা নিয়ে নামছে পাঞ্জাব কিংস। এই মুহূর্তে প্রীতি জ়িন্টাদের কাছে রয়েছে মোট ১১০ কোটি ৫০ লক্ষ টাকা। অন্যদিকে, বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে রয়েছে ৮৩ কোটি টাকা।

ওদিকে দিল্লী ক্যাপিটালসের কাছে রয়েছে ৭৩ কোটি টাকা। এরপর চার নম্বরে রয়েছে লখনউ সুপার জায়ান্টস এবং গুজরাট টাইটান্স। দুটি দলের কাছেই রয়েছে মোট ৬৯ কোটি টাকা। এছাড়া মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের পকেটে রয়েছে ৫৫ কোটি টাকা।

কলকাতা নাইট রাইডার্স নিলামে নামবে মোট ৫১ কোটি টাকা নিয়ে। মুম্বই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে রয়েছে ৪৫ কোটি টাকা। তবে সবচেয়ে কম টাকা রয়েছে রাজস্থান রয়্যালসের কাছে। কারণ, মোট ৪১ কোটি টাকা নিয়ে নামবে তারা।

ইতিমধ্যেই এই নিলামে উপস্থিত রয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রজার বিন্নী এবং সচিব জয় শাহ। রয়েছেন আইপিএলের গভর্নিং কাউন্সিলেন বাকি আধিকারিকরাও। এছাড়াও দশ দলের মালিকরা উপস্থিত রয়েছেন এই মেগা নিলামে।

নিলামের প্রথমেই আর্শদীপ সিংকে ১৮ কোটি টাকায় কিনে নিল পাঞ্জাব কিংস। ওদিকে আবার শ্রেয়স আইয়ারকে ২৬.৭৫ কোটি টাকায় কিনে নিল পাঞ্জাব কিংস। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।