IPL Auction 2026: ভারতীয় ক্রিকেটার দীপক হুডা, বিজয় শঙ্কর, রাহুল ত্রিপাঠী, বংশ বেদী এবং আন্দ্রে সিদ্ধার্থও বাদ পড়েছেন। তার আগে ট্রেডিংয়ের মাধ্যমে রবীন্দ্র জাদেজা এবং স্যাম কুরানকে রাজস্থান রয়্যালসের হাতে তুলে দেয় চেন্নাই।
IPL Auction 2026: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ক্রিকেটার ধরে রাখার সময়সীমা প্রায় শেষ হওয়ার মুখে। এবার চেন্নাই সুপার কিংস একাধিক ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে। নিউজিল্যান্ডের তারকা ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র এবং শ্রীলঙ্কার পেসার মাহিশা পাথিরানাকে রিলিজ করে দিয়েছে সিএসকে।
সেইসঙ্গে, ভারতীয় ক্রিকেটার দীপক হুডা, বিজয় শঙ্কর, রাহুল ত্রিপাঠী, বংশ বেদী এবং আন্দ্রে সিদ্ধার্থও বাদ পড়েছেন। তার আগে ট্রেডিংয়ের মাধ্যমে রবীন্দ্র জাদেজা এবং স্যাম কুরানকে রাজস্থান রয়্যালসের হাতে তুলে দেয় চেন্নাই। উল্টোদিকে সঞ্জু স্যামসন চেন্নাইতে ফিরে এসেছেন। অতএব, চেন্নাই সুপার কিংসের হাতে এখন ৪৩.৪ কোটি টাকা হাতে রয়েছে। সিএসকে-র এই মুহূর্তে ৯ জন ক্রিকেটার প্রয়োজন। যার মধ্যে তিনজন বিদেশি।
চেন্নাই সুপার কিংসের রিটেইম ক্রিকেটারদের তালিকা
এমএস ধোনি, রুতুরাজ গায়কোয়াড়, ডেওয়াল্ড ব্রেভিস, শিবম দুবে, খলিল আহমেদ, অংশুল কাম্বোজ, উর্ভিল প্যাটেল, নাথান এলিস, শ্রেয়স গোপাল, মুকেশ চৌধুরী, জেমিয়ে ওভারটন, গুরজানপ্রীত সিং এবং আয়ুষ মাত্রেকে চেন্নাই ধরে রেখেছে। এই দলের সঙ্গেই সঞ্জু স্যামসন যোগ দেবেন। এছাড়া নিলাম থেকে অন্যান্য ক্রিকেটারদেরও কেনার সুযোগ রয়েছে চেন্নাই সুপার কিংসের কাছে।
সঞ্জুর দলে আসা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা
সঞ্জুর ট্রেডিং নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে। চেন্নাই সুপার কিংস তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই খবর জানিয়েছে। রবীন্দ্র জাদেজা এবং স্যাম কুরানকে রাজস্থান ছেড়ে দিয়েছে। সঞ্জুকে ১৮ কোটি টাকার বিনিময়ে দলে নেওয়া হয়েছে। তবে চেন্নাইতে সঞ্জুর ভূমিকা ঠিক কী হবে, তা এখনও স্পষ্ট নয়। প্রথম মরশুমেই তাঁকে অধিনায়কত্ব দেওয়া নাও হতে পারে। বর্তমানে দলকে নেতৃত্ব দিচ্ছেন রুতুরাজ গায়কোয়াড়।
জাদেজা কি অধিনায়ক?
দু'দিন আগেই তিনজন খেলোয়াড় চুক্তিতে সই করেন। তবে এর আগে, স্যাম কারানকে দলে নেওয়ার বিষয়ে রাজস্থানের কিছু প্রযুক্তিগত সমস্যা ছিল। তবে রাজস্থান জানিয়েছে যে, সমস্ত সমস্যার সমাধান করা হয়ে গেছে। এদিকে সঞ্জুর পরিবর্তে রবীন্দ্র জাদেজা রাজস্থানকে নেতৃত্ব দেবেন। অধিনায়কত্বের আশ্বাস পেয়েই জাদেজা তাঁর প্রথম ফ্র্যাঞ্চাইজি রাজস্থানে ফিরে গেছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


