IPL Auction 2026: বিশ্বের অন্যতম টি-২০ ক্রিকেট লিগের ১০ দল এবার মোট ৭৭ জন ক্রিকেটারকে কিনতে পারবে। তবে সেই ক্রিকেটারদের মধ্যে চূড়ান্ত প্রতিযোগিতা রয়েছে।
IPL Auction 2026: আইপিঁএল-এর মেগা অকশন পর্ব অনুষ্ঠিত হতে চলেছে মঙ্গলবার (ipl auction 2026)। আবু ধাবিতে মঙ্গলবার, এই মেগা নিলামের আসর বসতে চলেছে। এমনিতে গতবারের নিলামে, ১০টি ফ্র্যাঞ্চাইজ়ি আগেই তাদের দল গুছিয়ে নেয় (ipl auction 2026 players list)।
৩৫০ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ
এবার শুধু জায়গা ভরাট করবে তারা। বিশ্বের অন্যতম টি-২০ ক্রিকেট লিগের ১০ দল এবার মোট ৭৭ জন ক্রিকেটারকে কিনতে পারবে। তবে সেই ক্রিকেটারদের মধ্যে চূড়ান্ত প্রতিযোগিতা রয়েছে। কারণ, ৭৭টি জায়গার জন্য নিলামে উঠবেন মোট ৩৫০ জন ক্রিকেটার। এই ৩৫০ জন ক্রিকেটারের মধ্যে আবার ভারতীয় দলে খেলা ১৬ জন রয়েছেন। সেইসঙ্গে, বিদেশি ৯৬ জন ক্রিকেটার নিলামে রয়েছেন।
এছাড়াও ২২৪ জন ভারতের ঘরোয়া ক্রিকেটার এবং ১৪ জন ঘরোয়া বিদেশি ক্রিকেটারও নিলাম উঠবেন। এই নিলামে মোট আটটি ক্যাটেগরির নিরিখে ক্রিকেটারদের ন্যূনতম মূল্য ভাগ করা হয়েছে। সবচেয়ে উপরের ক্যাটেগরিতে থাকা ক্রিকেটারদের ন্যূনতম মূল্য হল ২ কোটি টাকা। এই ক্যাটেগরিতে আছেন ৪০ জন ক্রিকেটার। এরপর দ্বিতীয় ক্যাটেগরিতে রয়েছেন ৯ জন ক্রিকেটার। এই ক্যাটেগরির ন্যূনতম মূল্য ১ কোটি ৫০ লক্ষ টাকা।
তৃতীয় থেকে অষ্টম ক্যাটেগরি পর্যন্ত ন্যূনতম মূল্য রাখা হয়েছে যথাক্রমে ১ কোটি ২৫ লক্ষ, ১ কোটি, ৭৫ লক্ষ, ৫০ লক্ষ, ৪০ লক্ষ এবং ৩০ লক্ষ টাকা। তৃতীয় থেকে অষ্টম ক্যাটেগরিতে ক্রিকেটার রয়েছেন যথাক্রমে ৪ জন, ১৭ জন, ৪২ জন, ৪ জন, ৭ জন এবং ২২৭ জন।
মোট ২৩৭ কোটি ৫৫ লক্ষ টাকা
এই মুহূর্তে আইপিএল-এর ১০টি দলের কাছে মোট ২৩৭ কোটি ৫৫ লক্ষ টাকা রয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি টাকা আছে কলকাতা নাইট রাইডার্সের কাছে। তারা নিলামে ৬৪ কোটি ৩০ লক্ষ টাকা খরচ করার জায়গায় রয়েছে। তারপরেই আছে চেন্নাই সুপার কিংস। তারা নিলামে মোট ৪৩ কোটি ৪০ লক্ষ টাকা খরচ করতে পারবে।
এরপর সানরাইজার্স হায়দরাবাদ ২৫ কোটি ৫০ লক্ষ, লখনউ সুপার জায়ান্টস ২২ কোটি ৯৫ লক্ষ টাকা, দিল্লী ক্যাপিটালস ২১ কোটি ৮০ লক্ষ, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১৬ কোটি ৪০ লক্ষ, রাজস্থান রয়্যালস ১৬ কোটি ৫ লক্ষ টাকা, গুজরাত টাইটান্স ১২ কোটি ৯০ লক্ষ এবং পাঞ্জাব কিংস ১১ কোটি ৫০ লক্ষ টাকা হাতে নিয়ে নিলামে নামবে।
তবে সবচেয়ে কম টাকা রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে। মোট ২ কোটি ৭৫ লক্ষ টাকা নিয়ে মাঠে নামবে তারা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


