KL Rahul: কাজ-সংসার সব কুশলমঙ্গল, আথিয়ার সঙ্গে বহুদিন পর সোশ্যালে রাহুল

এক সময় তাঁর খারাপ ফর্মের জন্য আথিয়া শেঠিকে দোষারোপ করা হত। কিন্তু কী রাজকীয় প্রত্যাবর্তন! টিম ইন্ডিয়ার অন্যতম ভরসার নাম হয়ে উঠেছেন কে এল রাহুল, তাই স্ত্রীর সঙ্গে বহু দিন দেখা দিলেন সোশ্যাল মিডিয়ায়।

Share this Video

এক সময় তাঁর খারাপ ফর্মের জন্য আথিয়া শেঠিকে দোষারোপ করা হত। সোশাল মিডিয়া জুড়ে মিমের বন্যা বয়ে গিয়েছিল একটা সময়। আইপিএল থেকে চোটের জন্য দীর্ঘ দিন ছিলেন দলের বাইরে। কিন্তু কী রাজকীয় প্রত্যাবর্তন! টিম ইন্ডিয়ার অন্যতম ভরসার নাম হয়ে উঠেছেন কে এল রাহুল। তাই স্ত্রীর সঙ্গে বহু দিন দেখা দিলেন সোশ্যাল মিডিয়ায়। দেখুন ভিডিও।

Related Video