সবচেয়ে ধনী ভারতীয় ক্রিকেটারের স্ত্রী, বরোদার মহারানি রাধিকারাজে গায়কোয়াড়
বরোদার প্রাক্তন ক্রিকেটার সমরজৎসিং গায়কোয়াড় ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে ধনী। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২০ হাজার কোটি টাকারও বেশি। বাবা রঞ্জিৎসিং প্রতাপসিং গায়কোয়াড়ের প্রয়াণের পর আনুষ্ঠানিকভাবে বরোদার রাজা হয়েছেন সমরজিৎসিং।
- FB
- TW
- Linkdin
বর্তমানে ভারতের সবচেয়ে আধুনিকমনস্কা মহারানি বরোদার রাধিকারাজে গায়কোয়াড়
বরোদার রাজা সমরজিৎসিং গায়কোয়াড় ও তাঁর পরিবার থাকে লক্ষ্মীবিলাস প্যালেসে। এই রাজপ্রাসাদ ইংল্যান্ডের বাকিংহ্যাম প্যালেসের চেয়েও বড়। মহারানি রাধিকারাজে গায়কোয়াড়ের মন তার চেয়েও বড়। বরোদার শালু শাড়ির পুনরুজ্জীবন, মহিলাদের স্কুল বাস চালাতে দেওয়া, রূপান্তরকামীদের দিয়ে ক্যাফে চালানোর মতো যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন মহারানি।
দেশের সবচেয়ে ধনী ক্রিকেটারের স্ত্রী হয়েও মাটিতে পা রেখেই চলেন রাধিকারাজে গায়কোয়াড়
দেশের সবচেয়ে ধনী ক্রিকেটার বরোদার মহারাজা সমরজিৎসিং গায়কোয়াড়। তাঁর স্ত্রী হয়েও কোনওরকম অহঙ্কার নেই রাধিকারাজে গায়কোয়াড়ের।
শাড়ির প্রতি আলাদা ভালোবাসা রয়েছে বরোদার মহারানি রাধিকারাজে গায়কোয়াড়ের
বরোদার মহারানি শাড়ি পরতে ভালোবাসেন। তাঁর উদ্যোগেই প্রাণ ফিরে পেয়েছে বরোদার ঐতিহ্যবাহী শালু শাড়ি। এই শাড়ি ফের সারা দেশে বিখ্যাত হয়ে উঠেছে।
শিল্পকলার প্রতিও ঝোঁক রয়েছে বরোদার মহারানির, তিনি শিল্পের কদর করেন
বরোদার মহারানি গয়না ও শিল্পকলা সংরক্ষণের উদ্যোগ নিয়েছেন। স্থানীয় শিল্পীদের নিয়ে অনেক কাজ করছেন রাধিকারাজে গায়কোয়াড়।
বরোদার মহারানি হওয়ার আগে রাজপরিবারের সন্তান ছিলেন রাধিকারাজে গায়কোয়াড়
ওয়াংকানেরের রাজপরিবারের সন্তান রাধিকারাজে গায়কোয়াড়। তাঁর বাবা রাজপরিবারের আরামদায়ক জীবন ছেড়ে আইএএস অফিসার হন। ১৯৮৪ সালে ভোপালে গ্যাস দুর্ঘটনার সময় তিনি সেখানকার কমিশনার ছিলেন।
রাজপরিবারের সন্তান হয়েও ছোটবেলা থেকেই সাধারণ জীবনযাপন করেন রাধিকারাজে গায়কোয়াড়
বরোদার মহারানি জানিয়েছেন, তাঁর বাবা ছোটবেলা থেকেই সাধারণভাবে থাকতে শিখিয়েছেন। দিল্লিতে থাকার সময় তিনি সরকারি বাসে যাতায়াত করতেন।
২০০২ সালে গুজরাট দাঙ্গার সময় বিয়ে হয় রাধিকারাজে গায়কোয়াড় ও সমরজিৎসিং গায়কোয়াড়ের
গুজরাট দাঙ্গার সময় বিয়ে হয় ওয়াংকানেরের রাজকন্যা ও বরোদার রাজপুত্রের। ফলে বিয়েতে তাঁরা খুব বেশি জাঁকজমক করতে পারেননি। বিয়ের পর বাড়ি ফিরতে হয় পুলিশের পাহারায়।
বিশ্বের সবচেয়ে বড় রাজপ্রাসাদে বাস করেন বরোদার মহারানি রাধিকারাজে গায়কোয়াড়
বাকিংহ্যাম প্যালেসের চেয়ে ৪ গুণ বড় লক্ষীবিলাস প্যালেস। রাধিকারাজে গায়কোয়াড় জানিয়েছেন, তিনি বিয়ের আগে কখনও এই ভবনে যাননি। বিয়ের পরেই প্রথমবার এখানে যাওয়ার সুযোগ পান।
বরোদার রাজপরিবারের ঐতিহ্য ও ইতিহাস সংরক্ষণে মন দিয়েছেন মহারানি রাধিকারাজে গায়কোয়াড়
বরদোার মহারানি হওয়ার পর থেকে একের পর এক যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছেন রাধিকারাজে গায়কোয়াড়। তাঁর উদ্যোগেই শিল্পকলা প্রাণ ফিরে পেয়েছে।
ওয়াংকানেরে রাজপরিবারের প্রথম মেয়ে হিসেবে চাকরি করেছেন রাধিকারাজে গায়কোয়াড়
মাস্টার্স ডিগ্রি সম্পূর্ণ করার পর ৩ বছর সাংবাদিক হিসেবে কাজ করেন রাধিকারাজে গায়কোয়াড়। এরপর তাঁর বিয়ে হয়।