Sachin Tendulkar : বৃষ্টি মাথায় করেই গণপতি দর্শনে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর

বান্দ্রায় মুম্বই বিজেপি প্রেসিডেন্ট আশিষ শেলারের বাড়িতে গণপতি বিসর্জনের আগে দর্শন করলেন সচিন। সচিনকে দেখার জন্য প্রায় হুড়োহুড়ি পড়ে যায় সেখানে।

/ Updated: Sep 28 2023, 04:24 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

শুক্রবার সকালে বৃষ্টি মাথায় করেই গণপতি দর্শনে গেলেন সচিন তেন্ডুলকর। বান্দ্রায় মুম্বই বিজেপি প্রেসিডেন্ট আশিষ শেলারের বাড়িতে গণপতি বিসর্জনের আগে দর্শন করলেন সচিন। সচিনকে দেখার জন্য প্রায় হুড়োহুড়ি পড়ে যায় সেখানে। একই সঙ্গে ছবি ও ভিডিও নেওয়ার জন্যেও মানুষের আকুতি ছিল। দেখুন ভিডিও...