Indian Cricket Team: ২০২৫ সালে ভারতের পুরুষ ও মহিলা ক্রিকেট দল দুর্দান্ত সাফল্য পেয়েছে। ২০২৬ সালে বেশ কিছু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট রয়েছে। ফলে পুরুষ ও মহিলা ক্রিকেটাররা ব্যস্ত থাকবেন।
KNOW
Indian Cricket Schedule: ২০২৫ সালে পুরুষ ও মহিলা ক্রিকেটে অসাধারণ সাফল্য পেয়েছে ভারতীয় দল। ২০২৬ সালের শুরুতেই পুরুষদের সিনিয়র পর্যায়ে টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) খেলতে নামছে ভারতীয় দল। ভারত ও শ্রীলঙ্কা (Sri Lanka) যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে। ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। ফাইনাল ৮ মার্চ। ভারতীয় দল চ্যাম্পিয়ন হিসেবে টি-২০ বিশ্বকাপে খেলতে নামছে। কোনও দল পরপর দু'বার পুরুষদের টি-২০ বিশ্বকাপ জিততে পারেনি। এবার সেই নজির গড়ার লক্ষ্যে ভারতীয় দল। টি-২০ বিশ্বকাপের সূচি অনুযায়ী ভারতের সঙ্গে একই গ্রুপে আছে মার্কিন যুক্তরাষ্ট্র (USA), নামিবিয়া (Namibia), পাকিস্তান (Pakistan) ও নেদারল্যান্ডস (Netherlands)। টি-২০ বিশ্বকাপ শুরুর দিনই নিজেদের প্রথম ম্যাচ খেলবে ভারতীয় দল।
মহিলাদের টি-২০ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ভারতীয় দল
২০২৫ সালে মহিলাদের ওডিআই বিশ্বকাপ (2025 ICC Women's Cricket World Cup) চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। প্রথমবার সিনিয়র পর্যায়ে মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ জিতেছে ভারতীয় দল। ২০২৬ সালের ১২ জুন শুরু হচ্ছে মহিলাদের টি-২০ বিশ্বকাপ (2026 ICC Women's T20 World Cup)। ৫ জুলাই ফাইনাল। এবার ইংল্যান্ডে (England) হবে মহিলাদের টি-২০ বিশ্বকাপ। ওডিআই বিশ্বকাপ জেতার পর এবার টি-২০ বিশ্বকাপ জেতার লক্ষ্যে স্মৃতি মন্ধানারা (Smriti Mandhana)। তার আগে বছরের শুরুতেই তাঁরা উইমেনস প্রিমিয়ার লিগ (Women's Premier League 2026) খেলবেন। নভি মুম্বই (Navi Mumbai) ও বদোদরায় (Vadodara) হবে এই লিগ। ৯ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ডব্লুপিএল।
মার্চে শুরু আইপিএল
১৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে পুরুষদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ (2026 ICC Under-19 Men's Cricket World Cup)। জিম্বাবোয়ে (Zimbabwe) ও নামিবিয়ায় (Namibia) হতে চলা এই টুর্নামেন্টে ভারতীয় দলের অন্যতম ভরসা বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। ২৬ মার্চ শুরু হচ্ছে আইপিএল (IPL 2026)। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলার পর আইপিএল-এও খেলবেন বৈভব।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


