সংক্ষিপ্ত

New Zealand vs Pakistan: শনিবার পাকিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড। এই ম্যাচ চলাকালীন এমন এক ঘটনা ঘটল যা ভাবাই যায়নি।

New Zealand vs Pakistan Third ODI: তথাকথিত তৃতীয় বিশ্বের কোনও দেশে এই ঘটনা ঘটলে পশ্চিমী দুনিয়ার সংবাদমাধ্যম ব্যঙ্গ করত। কিন্তু তথাকথিত উন্নত দেশ নিউজিল্যান্ডে এই ঘটনা ঘটল। শনিবার পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচে মুখোমুখি হয় নিউজিল্যান্ড। এই ম্যাচ হয় মাউন্ট মাউনগানুইয়ের বে ওভালে। ম্যাচ চলাকালীন হঠাৎ নিভে গেল ফ্লাডলাইট। সারা মাঠ অন্ধকার হয়ে গেল। ক্রিকেটার, আম্পায়াররা মাঠে তখন কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে। কী করবেন কেউই বুঝতে পারছিলেন না। কিছুক্ষণের জন্য বন্ধ থাকে ম্যাচ। তারপর ফের জ্বলে ওঠে আলো। সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে একাধিকবার এই ঘটনা দেখা গিয়েছে। ২০০৪ সালে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ভারত-জাপান ম্যাচ চলাকালীন ফ্লাডলাইট নিভে যায়। তারপর ঘরোয়া ফুটবল ম্যাচেও একাধিকবার এই ঘটনা দেখা গিয়েছে। এবার নিউজিল্যান্ডেও একই ঘটনা দেখা গেল।

বে ওভালে ঠিক কী হয়েছিল?

পাকিস্তানের ইনিংসের ৩৯-তম ওভারে এই ঘটনা ঘটে। সেই ওভারে বোলিং করছিলেন জ্যাকব ডাফি। স্ট্রাইকে ছিলেন তাইব তাহির। ডাফি রান আপ শুরু করার পরেই হঠাৎ আলো নিভে যায়। তার মধ্যেই বল করেন ডাফি। বলের আঘাত পেতে পারেন আশঙ্কা করে ক্রিজ থেকে সরে যান তাহির। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল। অনেকেই হাসাহাসি করছেন।

 

 

ঘটনাবহুল ম্যাচে হার পাকিস্তানের

এই ম্যাচে ৪৩ রানে জয় পেল নিউজিল্যান্ড। ফলে ওডিআই সিরিজের ফল হল ৩-০। শনিবার বৃষ্টির জন্য ওভার সংখ্যা কমিয়ে করা হয় ৪২। প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ২৬৪ রান করে নিউজিল্যান্ড। জবাবে ৪০ ওভারে ২২১ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ফ্লাডলাইট নিভে যাওয়ার সময় জয়ের জন্য ২১ বলে ৪৭ রান দরকার ছিল পাকিস্তানের। ৩০ বলে ৩৩ রান করে অপরাজিত ছিলেন তাহির। ফের খেলা শুরু হতেই ডিপ পয়েন্টে টিম সিফার্টকে ক্যাচ দিয়ে ফিরে যান তাহির। এরপরেই পাকিস্তানের জয়ের আশা শেষ হয়ে যায়।

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।