সংক্ষিপ্ত
Pakistan Cricket: নিজেদের দেশে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে কোনও ম্যাচ জিততে পারেনি। এবার নিউজিল্যান্ড সফরে প্রথম টি-২০ ম্যাচেও বিধ্বস্ত হল পাকিস্তান। সহজ জয় পেল নিউজিল্যান্ড।
New Zealand vs Pakistan: ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রেখে নিউজিল্যান্ড (New Zealand) সফরে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ৯ উইকেটে হেরে গেল পাকিস্তান (Pakistan)। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫-এ (ICC Champions Trophy 2025) ব্যর্থতার পর নিউজিল্যান্ড সফরে (Pakistan tour of New Zealand) টি-২০ সিরিজে বাবর আজম (Babar Azam), মহম্মদ রিজওয়ানকে (Mohammad Rizwan) বাদ দিয়েও কোনও লাভ হল না। রবিবার ক্রাইস্টচার্চের হেগলি ওভালে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে কোনওরকম লড়াই করতে পারল না পাকিস্তান। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল (Michael Bracewell)। ১৮.৪ ওভারে ৯১ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। মাত্র তিনজন ব্যাটার দুই অঙ্কের রান করতে সক্ষম হন। ১০.১ ওভারেই জয় তুলে নেয় নিউজিল্যান্ড।
বোলারদের দাপটে জয় নিউজিল্যান্ডের
ভারতীয় উপমহাদেশের দলগুলি সাধারণত নিউজিল্যান্ড সফরে ভালো পারফরম্যান্স দেখাতে পারে না। পাকিস্তানের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হল না। রবিবার পাকিস্তানের বেশিরভাগ ব্যাটারই ব্যর্থ হন। সর্বাধিক ৩২ রান করেন খুশদিল শাহ। অধিনায়ক সলমন আগা করেন ১৮ রান। জাহানদাদ খান করেন ১৭ রান। দুই ওপেনার মহম্মদ হ্যারিস ও হাসান নওয়াজ রান করার আগেই আউট হয়ে যান। বাকিরাও দ্রুত আউট হয়ে যান। নিউজিল্যান্ডের হয়ে ৪ ওভারে ১ মেডেন-সহ ৮ রান দিয়ে ৩ উইকেট নেন ম্যাচের সেরা কাইল জেমিসন (Kyle Jamieson)। ৩.৪ ওভারে ১৪ রান দিয়ে ৪ উইকেট নেন জ্যাকব ডাফি। ৪ ওভারে ২৭ রান দিয়ে ২ উইকেট নেন ইশ সোধি। ৩ ওভারে ১১ রান দিয়ে ১ উইকেট নেন জাকারি ফাউলকেস। রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের ওপেনার টিম সিফার্ট ২৯ বলে ৪৪ রান করেন। অপর ওপেনার ফিন অ্যালেন ১৭ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন। টিম রবিনসন ১৫ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন। পাকিস্তানের হয়ে একমাত্র উইকেট নেন আবরার আহমেদ।
চ্যাম্পিয়নস ট্রফির পর ফের হার পাকিস্তানের
নিজেদের দেশে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে যায় পাকিস্তান। সেই হারের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেননি শাহিন শাহ আফ্রিদিরা। নিউজিল্যান্ড সফরে তাঁদের পক্ষে ঘুরে দাঁড়ানো অত্যন্ত কঠিন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।