ভারত-শ্রীলঙ্কা টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচের পর ফল ১-১। প্রথম ম্যাচে ভারতীয় দল ২ রানে জয় পায়। এরপর দ্বিতীয় ম্যাচে ১৬ রানে জয় পায় শ্রীলঙ্কা। এবার রাজকোটে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ। এই ম্যাচে যে দল জয় পাবে তারাই সিরিজ দখল করবে। রাজকোটের পিচ ব্যাটারদের সাহায্য করে। ফলে এই ম্যাচেও প্রচুর রান উঠবে বলে আশা করা হচ্ছে। দ্বিতীয় ম্যাচে ভারতের বোলাররা অনেক অতিরিক্ত রান দিয়েছিলেন। তৃতীয় ম্যাচে সেই ভুল করলে চলবে না। ভারতীয় টিম ম্যানেজমেন্ট এ বিষয়ে সতর্ক। আর্শদীপ সিং, শিবম মাভি, উমরান মালিকদের পারফরম্যান্সের উপর নজর রাখা হচ্ছে। গত ম্যাচে ভারতের টপ অর্ডার ব্যর্থ হয়েছিল। ওপেনার শুবমান গিল এই সিরিজে এখনও পর্যন্ত বড় রান পাননি। তিনি রাজকোটে বড় রানের লক্ষ্যে খেলতে নামছেন।