ইডেন গার্ডেেন্সে ভারত-শ্রীলঙ্কা ওডিআই সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচ। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করছে শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে জয় পেয়েছে ভারতীয় দল। সেই ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, শুবমান গিল, উমরান মালিকরা। ফলে ইডেনেই সিরিজ জেতার ব্যাপার আত্মবিশ্বাসী ভারতীয় দল। দ্বিতীয় ম্যাচ জিতলেই টি-২০ সিরিজের পর ওডিআই সিরিজও জিতে নেবে ভারত। এই ম্যাচে ভারতীয় দলে একটি বদল হয়েছে। গত ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পাওয়া যুজবেন্দ্র চাহালের বদলে খেলছেন কুলদীপ যাদব। ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা ইডেনে বরাবরই ভালো খেলেন। এদিনও ভালো খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।