সংক্ষিপ্ত

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচ জেতার পর দ্বিতীয় ম্যাচ হেরে গিয়েছে ভারতীয় দল। শনিবার সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ।

শনিবার সন্ধেবেলা ভারত-শ্রীলঙ্কা সিরিজের তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচ। এই ম্যাচ শুরু হবে সন্ধে সাতটায়। টস হবে ম্যাচ শুরু হওয়ার আধঘণ্টা আগে। এদিনের ম্যাচ হবে রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে। টিভিতে এই ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এছাড়া মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ বা ট্যাবে লাইভ স্ট্রিমিং দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে। এই ম্যাচে ভারতীয় দলে বদল হওয়ার সম্ভাবনা কম। ফলে দ্বিতীয় ম্যাচে পাঁচটি নো-বল করার জন্য তীব্র সমালোচিত হওয়ার পরেও দলে থাকতে পারেন আর্শদীপ সিং। ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছেন, তাঁরা দলে ঘনঘন বদল আনার পক্ষপাতী নন। যে ক্রিকেটারদের সুযোগ দেওয়া হচ্ছে, তাঁদের একটি ম্যাচের পরেই বাদ দেওয়া হবে না। রাজকোটের পিচ বরাবরই ব্যাটারদের সাহায্য করে। ফলে এদিন দু'দলের বোলারদেরই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। কুশল মেন্ডিস, দাসুন শনাকাদের দ্রুত আউট করতে হবে শিবম মাভি, উমরান মালিকদের। ভারত যদি প্রথমে ব্যাটিং করে, তাহলে বড় স্কোর করাই সূর্যকুমার যাদব, দীপক হুডাদের লক্ষ্য থাকবে।

এই ম্যাচে টস অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সিরিজে ভারতের অধিনায়ক হার্দিক পান্ডিয়া সাধারণত টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। দ্বিতীয় ম্যাচেও তিনি সেটা করেছিলেন। তার ফল খুব একটা ভালো হয়নি। শ্রীলঙ্কা প্রথমে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ২০৬ রান করে দেয়। সেই টার্গেট তাড়া করে ম্যাচ জিততে পারেনি ভারত। মূলত বোলারদের ব্যর্থতার জন্যই দ্বিতীয় ম্যাচ হেরে যায় ভারত। শিবম ৪ ওভার বল করে দেন ৫৩ রান। তিনি উইকেট পাননি। একটি নো-বল ও দু'টি ওয়াইড বল করেন এই পেসার। আর্শদীপ ২ ওভার বল করে দেন ৩৭ রান। তিনি পাঁচটি নো-বল করেন। উমরান ৩ উইকেট পেলেও, ৪ ওভার বল করে দেন ৪৮ রান। তিনি একটি করে নো-বল, ওয়াইড বল করেন। সিরিজের শেষ ম্যাচে অতিরিক্ত রান দেওয়া কমানোই লক্ষ্য ভারতের বোলারদের। 

ভারতের ব্যাটিং লাইনআপ নিয়ে খুব একটা সমস্যা নেই। শুধু একটু চিন্তা রয়েছে ওপেনার শুবমান গিলের ফর্ম নিয়ে। এই সিরিজে এখনও পর্যন্ত বড় রান পাননি শুবমান। দ্বিতীয় ম্যাচ অপর ওপেনার ঈশান কিষানও দ্রুত আউট হয়ে যান। শেষ ম্যাচে টপ অর্ডারের কাছ থেকে বড় রান চাইছে টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন-

নো-বল করা অপরাধ, শ্রীলঙ্কার বিরুদ্ধে হারের পর বললেন হার্দিক পান্ডিয়া

লিগামেন্টের চোটের জন্য ৬ মাস মাঠের বাইরে থাকতে হতে পারে ঋষভ পন্থকে

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে ৭ নো-বল, লজ্জার রেকর্ড ভারতের