সংক্ষিপ্ত
বিশ্বকাপের শুরু থেকেই পাকিস্তানের পারফর্ম্যান্সে অখুশি আক্রম। এবার আফগানিস্তানের কাছেও পরাজয়কে মেনে নিতে পারেননি তিনি।
বিশ্বকাপের মাঝেই পাকিস্তানের সমালোচনা করে বিতর্কে জড়িয়ে পড়লেন প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রম। বিশ্বকাপের শুরু থেকেই পাকিস্তানের পারফর্ম্যান্সে অখুশি আক্রম। এবার আফগানিস্তানের কাছেও পরাজয়কে মেনে নিতে পারেননি তিনি। টেলিভিশন চ্যানেলে বাবর আজমদের সমালোচনা করতে গিয়ে একটি অবমাননাকর শব্দ ব্যবহার করে ফেলেন তিনি। এর পর থেকেই দানা বাঁধতে থাকে বিতর্ক। প্রকাশ্যে প্রাক্তন পাক অধিনায়কের কথার রীতিমত সমালোচনা করেছেন সকলে।
এক সময় বিশ্বের সেরা অলরাউন্ডার ছিলেন আক্রম। অধিনায়কত্বও করেছেন পাকিস্তান দলে। অবসর নেওয়ার পরও কোচিং থেকে ধারাভাষ্যের কাজ, সব মিলিয়ে সদা ব্যস্ত থাকেন এই প্রবীণ পাক ক্রিকেটর। এখনকার ক্রিকেটে জনপ্রিয় ধারাভাষ্যকারদের অন্যতম তিনি। যদিও চলতি বিশ্বকাপে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন না আক্রম। বরং পাকিস্তানের একটি চ্যানেলে মিসবা উল হক, মইন খান এবং শোয়েব মালিকের সঙ্গে তাঁকে দেখা গিয়েছে ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে। এই অনুষ্ঠানেই বাবর আজমের দলের সমালোচনা করতে গিয়ে একটি বেফাস মন্তব্য করে ফেলেন তিনি।
বিশ্বকাপের শুরু থেকেই পাকিস্তানের পারফর্ম্যান্সে হতাশ প্রবীণ ক্রিকেটার আক্রম। বারবারই তাঁর মুখে শোনা গিয়েছে পাক দলের সমালোচনা। তবে আফগানিস্তানের কাছে নিজের দলের হার মেনে নিতে পারেননি তিনি। ক্ষুব্ধ আক্রমের মুখ থেকে বেরিয়ে যায় 'চামার' শব্দটি। এই ধরণের অবমাননাজনক শব্দের ব্যবহার ঘিরে শুরু হয়েছে বিতর্ক। টেলিভিশন মাধ্যমের এই শো-এর ভিডিও ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি। আক্রমের মুখে এই শব্দ শুনে ক্রিকেটপ্রেমীদের একটি বড় অংশই তাঁর নিন্দা করেছেন। দক্ষ ধারাভাষ্যকার আক্রমের মুখে এই ধরনের শব্দ কখনও শোনা যায় না।