সংক্ষিপ্ত
এবারের রঞ্জি ট্রফি অভিযানের শুরুটা ভালোভাবে করতে পারল না গতবারের রানার্স বাংলা। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ভালো পারফরম্যান্স দেখাতে পারল না বাংলা।
এবারের রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে পিছিয়ে পড়ল বাংলা। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে ৪০৯ রান করে বাংলা। জবাবে প্রথম ইনিংসে ৪৪৫ রান করে অন্ধ্রপ্রদেশ। অসাধারণ ব্যাটিং করেন অন্ধ্রের মিডল অর্ডার ব্যাটার রিকি ভুই। ৩৪৭ বলে ১৭৫ রান করেন এই উইকেটকিপার-ব্যাটার। তিনি ২৩টি বাউন্ডারি ও ১টিওভার-বাউন্ডারি মারেন। অন্ধ্রপ্রদেশের অধিনায়ক হনুমা বিহারী করেন ৫১ রান। শোয়েব মহম্মদ খান করেন ৫৬ রান। ওরেনার চেঙ্গলপেট জ্ঞানেশ্বর করেন ৩৩ রান। অপর ওপেনার প্রশান্ত কুমার করেন ৪১ রান। শায়েক রশিদ করেন ৩২ রান। নীতীশ কুমার রেড্ডি করেন ৩০ রান। বাংলার হয়ে ৬২ রান দিয়ে ৩ উইকেট নেন মহম্মদ কাইফ। ৯৫ রান দিয়ে ২ উইকেট নেন আকাশ দীপ। ১০২ রান দিয়ে ২ উইকেট নেন ঈশান পোড়েল। ৪৭ রান দিয়ে ২ উইকেট নেন করণ লাল। ১১৬ রান দিয়ে ১ উইকেট নেন প্রদীপ্ত প্রামাণিক।
বিফলে অনুষ্টুপের শতরান
প্রথম ইনিংসে বাংলার হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখান অভিজ্ঞ ব্যাটার অনুষ্টুপ মজুমদার। তিনি ১২৫ রান করেন। ওপেনার সৌরভ পাল করেন ৯৬ রান। অভিষেক পোড়েল করেন ৭০ রান। অধিনায়ক মনোজ তিওয়ারি করেন ৩২ রান। অন্ধ্রপ্রদেশের হয়ে ১৩৪ রান দিয়ে ৪ উইকেট নেন ললিত মোহন। ৬৩ রান দিয়ে ২ উইকেট নেন শোয়েব। ৫৯ রান দিয়ে ২ উইকেট নেন কে ভি শশীকান্ত। ৯০ রান দিয়ে ২ উইকেট নেন নীতীশ।
বোলিং ব্যর্থতার খেসারত দিল বাংলা
এই ম্যাচে বাংলার ব্যাটাররা ভালো পারফরম্যান্স দেখালেও, বোলাররা লড়াই করতে পারলেন না। সেই কারণেই অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে পিছিয়ে পড়ল বাংলা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
India Women Vs Australia Women: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে লড়াই করেও হার ভারতের
India Vs Afghanistan: আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের দল ঘোষণা, ফিরলেন রোহিত-বিরাট