সংক্ষিপ্ত

এবারের রঞ্জি ট্রফিতে প্রথম ২ ম্যাচে জয় পায়নি বাংলা। ইডেন গার্ডেন্সে মরসুমের প্রথম ম্যাচ খেলতে নেমে জয়ের লক্ষ্যে মনোজ তিওয়ারি, সুদীপ কুমার ঘরামিরা।

ইডেন গার্ডেন্সের পিচ থেকে টেস্ট ম্যাচ বা ঘরোয়া ম্যাচের প্রথম দিন সকালে সাহায্য পান পেসাররা। শুক্রবার সকালে কলকাতার মেঘলা আবহাওয়া দেখে ছত্তীশগড়ের অধিনায়ক আমনদীপ খারে ভেবেছিলেন তাঁর দলের পেসাররা ইডেনের পিচ কাজে লাগাতে পারবেন। সেই কারণেই টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ছত্তীশগড়। কিন্তু এই সিদ্ধান্ত কাজে লাগল না। দিনের শেষে বাংলার স্কোর ৪ উইকেটে ২০৬। এদিন মন্দ আলোর জন্য পুরো সময় খেলা সম্ভব হয়নি। ৭৩ ওভার হওয়ার পরেই এদিনের মতো খেলা থামিয়ে দিতে বাধ্য হন আম্পায়াররা। শনিবার সকালে ফের শুরু হবে খেলা।

ইডেনে অনুষ্টুপের লড়াই

গত কয়েক মরসুম ধরে রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন মিডল অর্ডার ব্যাটার অনুষ্টুপ মজুমদার। তিনি দলের অন্যতম ভরসা। এবারের রঞ্জি ট্রফিতেও ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন অনুষ্টুপ। শুক্রবারও দলকে ভরসা দিলেন এই ব্যাটার। দিনের শেষে ৯৪ বলে ৫৫ রান করে অপরাজিত অনুষ্টুপ। এদিন তিনিই একমাত্র ব্যাটার হিসেবে অর্ধশতরান করেছেন। শনিবার নিজের ও দলের রান বাড়িয়ে নিয়ে যাওয়াই অনুষ্টুপের লক্ষ্য।

সুদীপ-অভিষেকের ভালো ব্যাটিং

শুক্রবার ইডেনে অনুষ্টুপের পাশাপাশি ভালো ব্যাটিং করলেন অপর এক অভিজ্ঞ ব্যাটার সুদীপ কুমার ঘরামি ও উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েল। ৮১ বলে ৪৯ রান করেন সুদীপ। দিনের শেষে ৭৫ বলে ৪৭ রান করে অপরাজিত অভিষেক। বাংলার ওপেনার সৌরভ পাল করেন ১২ রান। অপর ওপেনার শ্রেয়াংস ঘোষ করেন ২২ রান। বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি করেন ১৯ রান। ছত্তীশগড়ের হয়ে ৪০ রান দিয়ে ১ উইকেট নেন রবি কিরণ। ৪৯ রান দিয়ে ১ উইকেট নেন সৌরভ মজুমদার। ২৫ রান দিয়ে ১ উইকেট নেন জিবেশ বাতে। ৩৭ রান দিয়ে ১ উইকেট নেন বাসুদেব বারেথ। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India Vs Afghanistan: দুঃখিত ক্রিকেটের স্পিরিট, মহম্মদ নবির পাশে রবিচন্দ্রন অশ্বিন

New Zealand Vs Pakistan: চতুর্থ টি-২০ ম্যাচেও জয়, পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পথে নিউজিল্যান্ড

YouTube video player