সংক্ষিপ্ত
এবারের রঞ্জি ট্রফিতে বাংলার দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত। হোম ম্যাচ হোক বা অ্যাওয়ে ম্যাচ, মনোজ তিওয়ারি, আকাশ দীপ, মুকেশ কুমাররা ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন।
অনেক বছর পর রঞ্জি ট্রফিতে এত ভালো পারফরম্যান্স দেখাচ্ছে বাংলা। রঞ্জি ট্রফি এলিট গ্রুপ এ-তে ৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল বাংলা। গ্রুপে ৪ ম্যাচে জয় পায় বাংলা। ২ ম্যাচ ড্র হয় এবং মাত্র ১ ম্যাচে হেরে যায় বাংলা। এবার রঞ্জি ট্রফি কোয়ার্টার ফাইনালে ফের ফের জয়ের পথে মনোজ তিওয়ারির দল। ইডেন গার্ডেন্সে ঝাড়খণ্ডের বিরুদ্ধে ম্যাচের তৃতীয় দিনের শেষেই বাংলার জয়ের পথে পরিষ্কার হয়ে গিয়েছে। দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ১৬২ রান করেছে ঝাড়খণ্ড। বাংলার চেয়ে মাত্র ৭ রানে এগিয়ে ঝাড়খণ্ড। চতুর্থ দিন সকালে বাংলার বোলাররা যদি দ্রুত ঝাড়খণ্ডের বাকি ৩ উইকেট নিতে পারেন, তাহলে বাংলার জয় পেতে বেশি দেরি হবে না। আকাশ দীপ, মুকেশ কুমার, ঈশান পোড়েলরা সেই লক্ষ্যেই শুক্রবার সকালে মাঠে নামবেন। যত তাড়াতাড়ি সম্ভব ম্যাচ শেষ করে দিতে চায় বাংলা দল।
এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক মনোজ। প্রথম ইনিংসে ৬৬.২ ওভারের মধ্যেই ঝাড়খণ্ডকে ১৭৩ রানে অলআউট করে দেয় বাংলা। ঝাড়খণ্ডের মাত্র ৪ ব্যাটার ২ অঙ্কের রান করতে সক্ষম হন। সর্বাধিক ৮৯ রান করে অপরাজিত থাকেন ৩ নম্বরে ব্যাটিং করতে নামা কুমার সুরজ। দ্বিতীয় সর্বাধিক ২১ রান করেন পঙ্কজ কুমার। ১২ রান করেন আশিস কুমার। ১০ রান করেন শাহবাজ নাদিম। বাংলার হয়ে ৬২ রান দিয়ে ৪ উইকেট নেন আকাশ দীপ। ৬১ রান দিয়ে ৩ উইকেট নেন মুকেশ কুমার। ২৬ রান দিয়ে ১ উইকেট নেন ঈশান পোড়েল। ১৫ রান দিয়ে ১ উইকেট নেন আকাশ ঘটক।
প্রথম ইনিংসে ৩২৮ রানে অলআউট হয়ে যায় বাংলা। সর্বাধিক ৮১ রান করেন ৬ নম্বরে ব্যাটিং করতে নামা শাহবাজ আহমেদ। ৭৭ রান করেন ওপেনার অভিমন্যু ঈশ্বরণ। ৬৮ রান করেন ৩ নম্বরে ব্যাটিং করতে নামা সুদীপ কুমার ঘরামি। ৩৩ রান করেন অভিষেক পোড়েল। ২৫ রান করেন অনুষ্টুপ মজুমদার। ১৩ রান করেন মনোজ। ১২ রান করেন আকাশ ঘটক।
দ্বিতীয় ইনিংসে ঝাড়়খণ্ডের হয়ে ৬৪ রান করেন ওপেনার আর্যমান সেন। ৪০ রান করেন অনুকূল রায়। ২৯ রান করেন ওপেনার অধিনায়ক বিরাট সিং। বাংলার হয়ে ২ উইকেট করে নেন আকাশ দীপ, আকাশ ঘটক ও শাহবাজ। ১ উইকেট নেন ঈশান।
আরও পড়ুন-
কলকাতায় ফিরলেন তিতাস সাধু, হৃষিতা বসু, বিমানবন্দরে স্বাগত জানালেন সিএবি কর্তারা
সব ফর্ম্যাটে বিরাট কোহলির মতোই সাফল্য পেতে পারেন শুবমান গিল, আশায় ইরফান পাঠান
অনূর্ধ্ব ১৯ মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে তিন বাঙালি কন্যার সাফল্যে খুশির জোয়ার পরিবারে