RCB Celebration LIVE: জয়ের উচ্ছ্বাস এবং আনন্দে মাতোয়ারা গোটা বেঙ্গালুরু। প্রতি মুহূর্তের আপডেট পেতে চোখ রাখুন এশিয়ানেটে। 

RCB Celebration LIVE: বেঙ্গালুরুতে শুরু সেলিব্রেশন। ১৮ বছর পর আইপিএল জয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (rcb celebration live event)। কার্যত, আনন্দে আত্মহারা সমর্থকরা। গোটা বেঙ্গালুরু শহর যেন রাস্তায় নেমে এসেছে। ‘বিরাট’ উৎসব চলছে (ipl 2025)। 

মঙ্গলবার, ট্রফি জয়ের পর বুধবার, বিরাট কোহলিরা বেঙ্গালুরুতে পা রাখেন

আরসিবি-কে স্বাগত জানাতে বেঙ্গালুরুর বিমানবন্দরে পৌঁছে যান কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে ডিকে শিবকুমার। সেখান থেকে হোটেলে যান কোহলিরা। 

Scroll to load tweet…

তারপর হোটেল থেকে বিধান সৌধের দিকে রওনা দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু রাস্তার দুদিকে বিপুল পরিমাণ সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। রীতিমতো উপচে পড়া ভিড়। সেইজন্য টিম বাস নড়তেই পারল না দীর্ঘক্ষণ। এরপর পাইলট কার এবং পুলিশ কর্মীদের সহযোগিতায় বিধানসভাতে পৌঁছান কোহলিরা। গোটা দলকে স্বাগত জানান কর্ণাটকের মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা। 

এরপর সেখান থেকে দলের গন্তব্য ছিল সোজা চিন্নাস্বামী স্টেডিয়াম। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। বাইরে এত মানুষের ভিড় যে, সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ। তবে চিন্নাস্বামীতে কিছুটা বৃষ্টি হলেও, তা পরে থেমে যায়। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।