সংক্ষিপ্ত

টি২০-কে বিদায়! কাপ জিতে মাঠে শুয়ে কান্না, বিশ্বজয়ের ইতিহাসে বড় অক্ষরে নাম খোদাই রোহিতের

আন্তর্জাতিক টি২০ বিশ্বকাপকে বিদায় জানালেন রোহিত শর্মা। বিরাটের মতোই অবসরের পথে হাঁটালেন রোহিত। ৩৭ বছরের আন্তর্জাতিক টি২০ ক্রিকেট থেকে অবসর নিলেন তিনি। আরেকটু হলেই বিশ্বকাপটা হাতছাড়া হয়ে যাচ্ছিল। কিন্তু ভারতীয়দের প্রার্থনায় মন গলল ঈশ্বরের। শেষ বলে জয়ে পেয়ে আবেগে আপ্লুত হয়ে মাঠেই শুয়ে পড়লেন ক্যাপ্টেন। চোখের জলেই যেন আনন্দের বহিঃপ্রকাশ ঘটল তাঁর। ভারতের নতুন ইতিহাসে বড় অক্ষরে নাম লিখলেন নিজের। সেই খুশির বন্যাই যেন আর বাঁধ মানছিল না।

গত ২০১১-এর বিশ্বকাপে দলে জায়গা হয়নি তাঁর। বিগত এক বছরে হিটম্যানের অধিনায়কত্বে তিন তিন বার আইসিসি টুর্নামেন্টের ফাইনালে ওঠে ভারত। তবে ২ বার খালি হাতে ফিরতে হলেও ২৪-এর বিশ্বকাপে যেন শাপমোচন ঘটল ইন্ডিয়ার। তাঁর নেপথ্যে নায়ক হিসাবে রয়ে গেলেন রোহিত শর্মা। গোটা টুর্নামেন্টে নিস্প্রভ ছিল বিরাট। তাঁর ব্যর্থতা ঢেকে দিয়ে গোটা টুর্নামেন্ট জুড়ে রানের বন্যা বইয়ে ছিলেন হিটম্যান। তার মধ্যে সবচেয়ে আলোচিত ইনিংস অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর রাজকীয় ৯২ রান। একটুর জন্য হাত ফসকে গিয়েছিল সেঞ্চুরি।

তবে আজ তাঁর হাত থেকে বিশ্বকাপ ফসকাতে দিলেন না ক্রিকেট দেবতা। রোহিতের অধিনায়কত্বে ১৩ বছর পর কাপের খরা কাটিয়ে জয়ের নজির গড়ল ভারত।