- Home
- Sports
- Cricket
- সেদিন পরীক্ষাটা আর দেওয়া হয়নি....! কতদূর পড়াশোনা করেছেন রোহিত শর্মা? শুনলে চমকে যাবেন
সেদিন পরীক্ষাটা আর দেওয়া হয়নি....! কতদূর পড়াশোনা করেছেন রোহিত শর্মা? শুনলে চমকে যাবেন
Rohit Sharma Birthday: আজ টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মার জন্মদিন। জেনে নিন কিভাবে মুম্বাইয়ের বোরিভলীর গলিতে বেড়ে ওঠা এই ছেলেটি ক্রিকেট বিশ্বে নিজের পরিচয় গড়ে তুলেছেন এবং দারিদ্রের সাথে লড়াই করে টিম ইন্ডিয়ার অধিনায়ক হয়েছেন।

টেস্ট, ওয়ান ডে বা টি-২০ ক্রিকেট, রোহিত শর্মাকে ছক্কা হাঁকাতে দেখা নিতান্ত স্বাভাবিক বিষয়। তিন ফর্ম্যাটেই রোহিতকে হেলায় সেঞ্চুরি করতে দেখেছেন সবাই। এমনকি ওয়ান ডে ক্রিকেটে একাধিক ডাবল সেঞ্চুরিও রয়েছে হিটম্যানের।
৩০ এপ্রিল ২০২৫, বুধবার রোহিত শর্মার বয়স হল ৩৮ বছর। বিশ্ব ক্রিকেটের হিটম্যান রোহিত শর্মার আজ শুভ জন্মদিন। তিনি দিনের পর দিন বিশ্ব ক্রিকেটে শাসন করে চলেছেন। ভারতবাসীর গর্ব রোহিত শর্মা, প্রত্যেক ভারতীয় আশা ভরসা ভালবাসার নাম রোহিত শর্মা।
আজ টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মার জন্মদিন। জেনে নিন কিভাবে মুম্বাইয়ের বোরিভলীর গলিতে বেড়ে ওঠা এই ছেলেটি ক্রিকেট বিশ্বে নিজের পরিচয় গড়ে তুলেছেন।
টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মার আজ জন্মদিন। ৩০ এপ্রিল ২০২৫ সালে তিনি ৩৮ বছর বয়সে পা রাখবেন। তার শৈশব কেটেছে মুম্বাইয়ের বোরিভলিতে।
রোহিত শর্মা শুরুতে বড়লোক পরিবার থেকে আসেননি। তার শৈশব কেটেছে আর্থিক টানাপোড়েনের মধ্যে। টাকার অভাবে তিনি দাদা-দাদীর কাছে থাকতেন।
রোহিতের বাবার নাম গুরুনাথ শর্মা, যিনি একটি পরিবহন সংস্থায় কাজ করতেন। টাকার অভাবে ক্রিকেট শেখা তার জন্য বেশ কঠিন ছিল।
ভারতীয় অধিনায়ক মুম্বাইয়ের স্বামী বিবেকানন্দ স্কুল থেকে পড়াশোনা শেষ করেছেন। এই বিদ্যালয়ের মূল লক্ষ্য ছিল ক্রিকেটের উপর জোর দেওয়া।
আজ ভারতীয় দলের হয়ে মাঠ মাতানো রোহিত শর্মা যা কিছু, তার পেছনে রয়েছে স্কুল কোচ দীনেশ লাডের অবদান। তিনিই রোহিতের জেদ দেখেছিলেন।
রোহিত তার ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছিলেন Our Lady of Vailankanni High School থেকে। সেখান থেকেই তিনি ক্রিকেট খেলা শুরু করেন।
রোহিত যখন দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছিলেন, তখনই তার রঞ্জি ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স হয়। যার ফলে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০০৭-এ নির্বাচিত হন। এভাবেই মাঝপথে পড়াশোনা ছেড়ে দেন।

