IPL 2025: বিরাট কোহলি না রোহিত শর্মা, আইপিএল রেকর্ডে কে এগিয়ে জানেন?
Virat Kohli vs Rohit Sharma: মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক হিসেবে রোহিত শর্মা পাঁচবার আইপিএল (IPL 2025) চ্যাম্পিয়ন হয়েছেন। অন্যদিকে, বিরাট কোহলি আইপিএল-এ সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েছেন। আইপিএল-এ কে সত্যিকারের রাজা?

আইপিএল কিং কে? বিরাট কোহলি না রোহিত শর্মা? পরিসংখ্যান কার পক্ষে কথা বলছে?
আইপিএল-এর প্রথম মরসুম থেকে যাঁরা খেলছন তাঁদের অন্যতম বিরাট কোহলি ও রোহিত শর্মা। এবারের আইপিএল-এও তাঁরা আকর্ষণের কেন্দ্রে।
আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার নিরিখে এগিয়ে রোহিত শর্মা, মোট রানে এগিয়ে বিরাট কোহলি
মুম্বই ইন্ডিয়ানসের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন। বিরাট কোহলি এখনও আইপিএল চ্যাম্পিয়ন হতে না পারলেও, সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়েছেন।
মোট ৪ জন ক্রিকেটার আইপিএল-এর প্রথম মরসুম থেকে খেলছেন, তাঁদের অন্যতম বিরাট কোহলি ও রোহিত শর্মা
২০০৮ সালে চালু হয়েছে আইপিএল। এবার আইপিএল-এর ১৮-তম মরসুম। বিরাট কোহলি, রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনি-সহ মাত্র চারজন ক্রিকেটার আইপিএল-এর প্রতিটি মরসুমে খেলেছেন।
আইপিএল-এ অধিনায়ক হিসেবে বিরাট কোহলির চেয়ে অনেক এগিয়ে আছেন রোহিত শর্মা
মুম্বই ইন্ডিয়ানস যে পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে, প্রতিবারই অধিনায়ক ছিলেন রোহিত শর্মা। অন্যদিকে, বিরাট কোহলি কোনওবারই আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেননি।
আইপিএল-এ কোনওদিন দলবদল করেননি বিরাট কোহলি, একাধিক দলের হয়ে খেলেছেন রোহিত শর্মা
২০০৮ সাল থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলে চলেছেন বিরাট কোহলি। তিনি অন্য কোনও দলের হয়ে আইপিএল-এ খেলেননি। অন্যদিকে, রোহিত শর্মা ডেকান চার্জার্স ও মুম্বই ইন্ডিয়ানসের হয়ে খেলেছেন।
আইপিএল-এ একাধিক দলের হয়ে খেলেছেন এবং খেতাব জয়ের নজির গড়েছেন রোহিত শর্মা
এখনও পর্যন্ত মোট ৬ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন রোহিত শর্মা। মুম্বই ইন্ডিয়ানস ছাড়াও ডেকান চার্জার্সের হয়ে আইপিএল জিতেছেন এই তারকা।
আইপিএল-এ মোট রান এবং এক মরসুমে সবচেয়ে বেশি রানের হিসেবে এগিয়ে বিরাট কোহলি
আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে বেশি রান করেছেন বিরাট কোহলি। তাঁর মোট রান ৮,০০০-এরও বেশি। আইপিএল-এর কোনও এক মরসুমে বিরাটের সবচেয়ে বেশি রান ৯৭৩। ২০১৬ সালে তিনি এই রেকর্ড গড়েন।

