Rohit Sharma: ভারতের টেস্ট, ওডিআই দলের অধিনায়ক রোহিত শর্মার এবারের জন্মদিন ভালোভাবেই কাটছে। কারণ, চলতি আইপিএল-এ (IPL 2025) তাঁর দল মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians) পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে।
Rohit Sharma Birthday: বুধবার আইপিএল-এ (IPL 2025) মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) কিংবদন্তি রোহিত শর্মার (Rohit Sharma) ৩৮-তম জন্মদিন। তিনি একজন অসাধারণ ক্রিকেটার, যিনি বছরের পর বছর ধরে নিজের কেরিয়ার গড়ে তুলেছেন, অসংখ্য রেকর্ড ভেঙেছেন এবং ভারতকে অগণিত ম্যাচ জিতিয়েছেন। আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক হিসেবে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছেন রোহিত। এছাড়া ডেকান চার্জার্সের হয়েও তিনি আইপিএল জিতেছেন। ক্রিকেটের সব ফর্ম্যাটেই তিনি অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। অধিনায়ক হিসেবে ভারতীয় দলকে টি-২০ বিশ্বকাপ (ICC Mens T20 World Cup 2024), আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি (ICC Champions Trophy 2025) জিতিয়েছেন রোহিত। তিনি ভারতের অন্যতম সফল অধিনায়ক। ক্রিকেট খেলে আয়ের পাশাপাশি ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকেও বিপুল অর্থ রোজগার করেন রোহিত। তিনি বিপুল পরিমাণে সম্পদের মালিক। আসুন জেনে নেওয়া যাক তাঁর সম্পদ, আয় এবং বিলাসবহুল জীবনযাত্রা সম্পর্কে।
রোহিত শর্মার সম্পদ
রোহিতের ঘোষিত সম্পদের পরিমাণ প্রায় ২১৮ কোটি টাকা। তাঁর আয়ের উৎস বিভিন্ন। যেমন বিসিসিআই-এর (BCCI) বার্ষিক চুক্তি থেকে পাওয়া টাকা, ম্যাচ ফি, আইপিএল থেকে আয়, বিজ্ঞাপন এবং বিভিন্ন খাতে বিনিয়োগ।
আয়ের উৎস
১. বিসিসিআই বেতন
রোহিত বিসিসিআই-এর একজন কেন্দ্রীয় চুক্তিবদ্ধ A+ ক্রিকেটার এবং বার্ষিক ৭ কোটি টাকা বেতন পান। এছাড়াও তিনি ম্যাচ প্রতি পারিশ্রমিক পান:
প্রতি টেস্ট ম্যাচে ১৫ লক্ষ টাকা
প্রতি ওয়ানডেতে ৬ লক্ষ টাকা
প্রতি টি-টোয়েন্টিতে ৩ লক্ষ টাকা
২. আইপিএল বেতন
রোহিত আইপিএলে মুম্বই ইন্ডিয়ানসের নিয়মিত খেলোয়াড়। এবারের আইপিএল-এ মুম্বই তাঁকে ১৬.৩ কোটি টাকা দিয়ে দলে ধরে রেখেছে। যা দলে তাঁর গুরুত্ব প্রমাণ করছে।
৩. ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট
রোহিত একজন জনপ্রিয় ব্র্যান্ড অ্যাম্বাসাডার। তিনি অনেক নামীদামী ব্র্যান্ডের বিজ্ঞাপন করেছেন, যেমন:
অ্যাডিডাস
সিইএটি টায়ার
হাবলট ঘড়ি
ড্রিম ১১
এই বিজ্ঞাপনগুলি তাঁর সম্পদের একটা বড় অংশ।
বিলাসবহুল জীবনযাত্রা
১. মুম্বইয়ের বিলাসবহুল বাড়ি
রোহিতের মুম্বইয়ে একটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে যার মূল্য প্রায় ৩০ কোটি টাকা। তাঁর বাড়িতে রয়েছে আধুনিক সুযোগ-সুবিধা, বিলাসবহুল অভ্যন্তর এবং শহরের মনোরম দৃশ্য।
২. দামী গাড়ির সংগ্রহ
'হিটম্যান' দামি গাড়ির প্রতি অনুরাগী। তাঁর গাড়ির সংগ্রহে রয়েছে:
ল্যাম্বরগিনি উরুস
মার্সিডিজ-বেঞ্জ জিএলএস ৩৫০ডি
বিএমডব্লিউ এক্স৫
অডি কিউ৭
এই গাড়িগুলি তার দ্রুতগতির এবং বিলাসবহুল গাড়ির প্রতি ভালোবাসার প্রমাণ।
বিনিয়োগ এবং ব্যবসায়িক উদ্যোগ
বিজ্ঞাপন এবং ক্রিকেট ছাড়াও রোহিত স্টার্টআপ কোম্পানি এবং রিয়েল এস্টেটে বিনিয়োগ করেছেন। তিনি মুম্বইয়ে তাঁর আকাশচুম্বী ইমারত থেকে ভাড়াও পান। একজন উদীয়মান ক্রিকেটার থেকে ভারতের অন্যতম ধনী ক্রীড়া তারকা হওয়ার রোহিতের জীবন অনুপ্রেরণাদায়ক। খেলার প্রতি তাঁর আবেগ, বিচক্ষণ আর্থিক পরিকল্পনা এবং ব্র্যান্ডের দৃষ্টিকোণ থেকে তাঁর মূল্য, সবকিছু মিলিয়ে তাঁর বিশাল সম্পদের মালিক হয়েছেন। তাঁর জন্মদিনে অনুরাগীরা ক্রিকেট দক্ষতার পাশাপাশি জীবনের সাফল্যকেও আদর্শ হিসেবে গ্রহণ করেন।
আন্তর্জাতিক ক্রিকেটে ২০,০০০ রানের লক্ষ্যে রোহিত
এখনও পর্যন্ত ৪৯৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৯,৭০০ রান করেছেন রোহিত। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ২০,০০০ রান পূরণ করার লক্ষ্যে। ওডিআই ফর্ম্যাটে কোনও ম্যাচে সর্বাধিক ২৬৪ রান করেছেন এই তারকা। তাঁর পুল শট, লফটেড ড্রাইভ ক্রিকেটপ্রেমীদের চোখ জুড়িয়ে দেয়। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটার হয়ে উঠেছেন রোহিত। কেরিয়ারের শুরুতে তিনি শৃঙ্খলার উপর জোর দিতেন না। ফলে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাতে পারতেন না। সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) পরামর্শে নিজেকে বদলে নেন রোহিত। তিনি টেস্ট ক্রিকেটে ব্যাটিং ওপেন করা শুরু করে ভারতীয় দলকে ভরসা দিয়েছেন। টি-২০ বিশ্বকাপ জেতার পর এই ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন। এখন শুধু টেস্ট, ওডিআই ফর্ম্যাটে খেলছেন। ২০২৭ সালে ওডিআই বিশ্বকাপ পর্যন্ত হয়তো এই ফর্ম্যাটে খেলবেন রোহিত। তারপর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে পারেন। ভারতীয় ক্রিকেট মহলে এখন সেই আলোচনা চলছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


