Rohit Sharma : টি-২০ থেকে এখনই সরে যাচ্ছেন না, জানিয়ে দিলেন রোহিত শর্মা

ভারতের হয়ে এখনও টি-২০ ম্যাচ খেলার আশা ছাড়ছেন না রোহিত শর্মা । ওডিআই বিশ্বকাপের আগে দেশের হয়ে সব ম্যাচ খেলবেন না, জানালেন রোহিত ।

Share this Video

মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামছে ভারত। চোট সারিয়ে দলে ফিরেছেন অধিনায়ক রোহিত শর্মা। গুয়াহাটিতে ম্যাচের আগের দিন তিনি বলেছেন, 'ওডিআই বিশ্বকাপের আগে আমাদের মাত্র ৬টি টি-২০ ম্যাচ খেলার কথা। তার মধ্যে ৩টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আরও ৩টি ম্যাচ খেলব আমরা। তাই আইপিএল পর্যন্ত এই ছেলেদের পারফরম্যান্স দেখা যাবে। তারপর আমাদের দেখতে হবে আইপিএল-এর পর কী হয়। কিন্তু নিশ্চিতভাবেই আমি টি-২০ ফর্ম্যাটে খেলার আশা ছাড়িনি। এ বছর ৫০ ওভারের বিশ্বকাপ হতে চলেছে। আমরা এখন সেই প্রতিযোগিতা নিয়েই ভাবছি। আমাদের দলের কয়েকজনের পক্ষে সব ফর্ম্যাটে খেলা সম্ভব নয়। আপনারা যদি সূচি দেখেন তাহলে বুঝতে পারবেন, আমাদের পরপর ম্যাচ খেলতে হবে। সেই কারণে আমাদের দলের ক্রিকেটারদের ওয়ার্কলোডের দিকে নজর রাখতে হবে। সবাই যাতে বিশ্রামের জন্য উপযুক্ত সময় পায়, সেটা নিশ্চিত করতে হবে। আমিও সেই ক্রিকেটারদেরই একজন। ভবিষ্যতে কে অধিনায়ক হবে সেটা ভবিষ্যৎই বলে দেবে। সবাই এখন ওডিআই বিশ্বকাপ ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়েই ভাবছে।

Related Video