নাগপুর টেস্টে ভারতের চূড়ান্ত একাদশে কারা থাকবেন? বুধবারও জানালেন না রোহিত

নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ভারতের হয়ে কারা খেলবেন, সেটা ম্যাচের আগের দিনও স্পষ্ট করলেন না ভারতের অধিনায়ক রোহিত শর্মা। 

Share this Video

নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ভারতের হয়ে কারা খেলবেন, সেটা ম্যাচের আগের দিনও স্পষ্ট করলেন না ভারতের অধিনায়ক রোহিত শর্মা। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতের অধিনায়ক বললেন, ‘কাদের খেলার সুযোগ দেওয়া হবে এই সিদ্ধান্ত নেওয়া কঠিন। আমরা জানি, দলের অনেকেই ভালো ফর্মে। এটা আমাদের দলের জন্য ভালো লক্ষণ। আমাদের চূড়ান্ত একাদশ বেছে নিতে সমস্যা হচ্ছে, তার মানে দলের অনেকেই ভালো ফর্মে। এটা দলের জন্য খুব জরুরি। আমরা সকালে মাঠে গিয়ে পিচ দেখব, তারপর সেরা একাদশ বেছে নেব। আমরা অতীতেও এটা করেছি, এখন থেকে সেটাই করব। যখন যাকে দরকার সুযোগ দেওয়া হবে। পিচের অবস্থা দেখে দল বেছে নেওয়া হবে। আমরা দলের সবাইকে এ কথা জানিয়ে দিয়েছি। আমরা পরিবেশ-পরিস্থিতি খতিয়ে দেখে দলের প্রয়োজন অনুযায়ী উপযুক্ত একাদশ বাছাই করব।’

Related Video