Sachin Tendulkar : অভিষেক বচ্চনের ছবি ঘুমর দেখলেন, উচ্ছ্বসিত সচিন তেন্ডুলকর

আর বালকির ছবি ঘুমর উপভোগ করলাম। এই ছবি সত্যিই অনুপ্রেরণামূলক। তরুণদের এই ছবি দেখা উচিত। কোচ হিসেবে অভিষেক বচ্চন অসাধারণ, বললেন সচিন তেন্ডুলকর ।

/ Updated: Aug 21 2023, 09:09 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

'আর বালকির ছবি ঘুমর উপভোগ করলাম। এই ছবি সত্যিই অনুপ্রেরণামূলক। তরুণদের এই ছবি দেখা উচিত। কোচ হিসেবে অভিষেক বচ্চন অসাধারণ। সইয়ামির অভিনয় দেখে বাস্তবের মতোই মনে হয়েছে। ক্রিকেটের প্রতি ওর ভালোবাসা এবং চরিত্রটি বুঝতে পারার ক্ষমতা দারুণ। অঙ্গদ বেদী, শাবানা আজমিও অসাধারণ। ছবিটা দেখে খুব ভালো লাগল। ঘুমর দেখে বললেন সচিন তেন্ডুলকর ।