সংক্ষিপ্ত

দক্ষিণ আফ্রিকার ডারবান বিখ্যাত করে দিয়েছিল যুবরাজ সিংকে। 

দক্ষিণ আফ্রিকার ডারবান বিখ্যাত করে দিয়েছিল যুবরাজ সিংকে। কারণ, এই মাঠ এতদিন ভারতীয় ক্রিকেটভক্তদের কাছে জনপ্রিয় ছিল যুবরাজের জন্য।

টি-২০ ক্রিকেট বিশ্বকাপে ছয় ছক্কার ইনিংস খেলেছিলেন তিনি। সেইসঙ্গে, নিজের জন্যও এবার আলাদা একটা জায়গা করে নিলেন সঞ্জু স্যামসন। একের পর এক রেকর্ড ভাঙলেন তিনি। আর তারপরই প্রশংসা কুড়োলেন খোদ যুবরাজের থেকে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ৫০ বলে ১০৭ রান করেন তিনি। সঞ্জুই হলেন প্রথম ভারতীয় ক্রিকেটার, যিনি পরপর দুটি টি-২০ ম্যাচে সেঞ্চুরি করলেন। তাছাড়া রোহিত এবং সূর্যকুমার ছাড়া সঞ্জুই একমাত্র ভারতীয় ক্রিকেটার, যার একই বছরে দুটি সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে।

সেইসঙ্গে, তিনি ছুঁয়ে ফেলেছেন রোহিত শর্মাকেও। প্রোটিয়াদের বিরুদ্ধে মোট ১০টি ছয় মেরে দিয়েছেন সঞ্জু। এর আগে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে একমাত্র রোহিতই ছিলেন, যিনি এক ইনিংসে ১০টি ছয় মেরেছিলেন।

সঞ্জুর দুর্দান্ত ইনিংস দেখে সোশ্যাল মিডিয়াতে মেসেজ পাঠালেন স্বয়ং যুবরাজ সিং নিজে। ডারবানের কিংসমিড স্টেডিয়ামে, ৬টি ছক্কা মেরেছিলেন তিনি। আর এদিন সঞ্জুর সেঞ্চুরির পর যুবরাজ লিখেছেন, “অপূর্ব সুন্দর সঞ্জু! তোমার খেলা দেখতে পাওয়াও অনেক শান্তির ব্যাপার। খুব ভালো খেলেছ।”

আর খোদ সঞ্জু জানিয়েছেন, তাঁকে ৭টি ম্যাচ সময় দিয়েছিলেন অধিনায়ক সূর্যকুমার। সেই বিষয়ে ভারতীয় দলের উইকেটকিপার জানিয়েছেন, “যখন আমি দলীপ ট্রফি খেলছিলাম, তখন দ্বিতীয় ম্যাচের সময় সূর্য অন্য দলে ছিল। ও আমাকে বলে, সামনের ৭টা ম্যাচ তোর। পরের সাত ম্যাচই আমি ওপেন করব। যাই হয়ে যাক না কেন, সূর্য আমার পাশে সবসময় আছে।”

তিনি আরও যোগ করেছেন, “নিজের ক্যারিয়ারে প্রথমবার আমি আলাদা মানসিকতা নিয়ে খেলতে নামি। সেই আত্মবিশ্বাসটাই মাঠে চোখে পড়ছে আমার। আমি বেশি দূরে তাকাতে চাই না। শুধু দলের সাফল্যে নিজের অবদান রাখতে চাই।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।