সংক্ষিপ্ত

একদিকে ভারতের (India) বিরুদ্ধে হার। তার উপর আবার দ্বিতীয় টেস্টে অনিশ্চিত বাংলাদেশের (Bangladesh) নির্ভরযোগ্য অলরাউন্ডার শাকিব আল হাসান (Shakib Al Hasan)।

একদিকে ভারতের (India) বিরুদ্ধে হার। তার উপর আবার দ্বিতীয় টেস্টে অনিশ্চিত বাংলাদেশের (Bangladesh) নির্ভরযোগ্য অলরাউন্ডার শাকিব আল হাসান (Shakib Al Hasan)।

প্রথম টেস্টে আঙুলে চোট পান তিনি। তার জেরে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে (IND vs BAN Test) অনিশ্চিত হয়ে পড়লেন এই তারকা অলরাউন্ডার। বাংলাদেশ বোর্ড সূত্রে জানা যাচ্ছে, চিকিৎসকদের সবুজ সংকেত পেলেই কানপুর টেস্টে খেলানো হবে শাকিবকে। নাহলে নয়।

উল্লেখ্য, চেন্নাইতে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে কার্যত হতশ্রী পারফরম্যান্স ছিল শাকিবের। ব্যাট কিংবা বল, কোনও বিভাগেই সেইভাবে দাগ কাটতে পারেননি তিনি। সবমিলিয়ে, ২৮০ রানে এই ম্যাচে পরাজিত হয় বাংলাদেশ।

প্রথম টেস্ট চলাকালীন যশপ্রীত বুমরার বলে চোট পান শাকিব। তাঁর আঙুল থেকে রক্ত পড়তে থাকে। এরপর মাঠেই প্রাথমিক চিকিৎসা শুরু করা হয়। তবে আঙুলে চোট নিয়েই বাকি ম্যাচ খেলেন শাকিব। কিন্তু দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয় যে, শাকিবের আঙুলের চোট রীতিমতো গুরুতর।

তবে এখনই সিদ্ধান্ত নেওয়ার মতো সময় আসেনি। তাই দ্বিতীয় টেস্টে আদৌ তিনি নামতে পারবেন কিনা, তা এখনই বোঝা যাচ্ছে না।

সোমবার, একটি বিবৃতি জারি করে বাংলাদেশের নির্বাচক কমিটির সদস্য হান্নান সরকার জানান, “আমরা মঙ্গলবার কানপুর যাচ্ছি। আজ ছুটি। কানপুরে দুটো সেশন পাব। তারপরেই বোঝা যাবে শাকিবকে দ্বিতীয় টেস্টে পাওয়া যাবে কি না। এখনই সিদ্ধান্ত নেওয়ার জায়গায় আমরা নেই।”

তিনি আরও বলেন, এই দুদিন শাকিব ফিজিওর পর্যবেক্ষণে থাকবেন। দলের অনুশীলনেও নামবেন তিনি। আগামী শুক্রবার, টেস্ট শুরুর আগে সিদ্ধান্ত নেওয়া হবে, শাকিব দলে থাকবেন কিনা।

ফলে, দ্বিতীয় টেস্টে আদৌ শাকিব দলে থাকবেন কিনা, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।