একদিনের ক্রিকেটে ভারতের হয়ে সর্বাধিক সেঞ্চুরি করার রেকর্ডও স্মৃতির দখলে। 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতীয় মহিলা ক্রিকেট দল হোয়াইটওয়াশ হলেও, ক্রিকেটের ইতিহাসে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ভারতের স্মৃতি মন্ধানা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে সেঞ্চুরি করলেন তিনি। আর সেই সুবাদে এক বছরের মধ্যেই সর্বাধিক একদিনের ক্রিকেটে সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করলেন তিনি। কার্যত, নয়া বিশ্বরেকর্ড গড়লেন স্মৃতি।

এক বছরে তিনটি সেঞ্চুরি করে অস্ট্রেলিয়ার বেলিন্ডা ক্লার্ক, মেগ ল্যানিং, নিউজিল্যান্ডের সোফি ডিভাইন, অ্যামি স্যাটারথোয়েট, দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট এবং পাকিস্তানের সিদ্রা আমিনের রেকর্ড ভেঙে দিলেন এই ভারতীয় তারকা।

চলতি ২০২৪ সালে, স্মৃতির এটি চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি। জুন মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে পরপর দুটি সেঞ্চুরি করেন তিনি। এরপর অক্টোবর মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও সেঞ্চুরি করেছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এটি তাঁর ক্যারিয়ারের নবম ওয়ানডে সেঞ্চুরি।

Scroll to load tweet…

অন্যদিকে, একদিনের ক্রিকেটে ভারতের হয়ে সর্বাধিক সেঞ্চুরি করার রেকর্ডও স্মৃতির দখলেই। কারণ, ২১১তি ইনিংসে মিতালি রাজ ৭টি সেঞ্চুরি করেছেন। আর মাত্র ৯১টি ইনিংস খেলেই স্মৃতির নামের পাশে ৯টি সেঞ্চুরি। রান তাড়া করতে নেমেও সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড রয়েছে স্মৃতির ঝুলিতে। কারণ, মোট চারটি সেঞ্চুরি করেছেন তিনি রান তাড়া করতে নেমে।

গত ২০১৩ সালে, বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় তাঁর। আর ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ানডে সেঞ্চুরি করেন তিনি। তারপর ২০২৪ সালে ১০টি ওয়ানডেতে চারটি সেঞ্চুরি সহ ৫৯৯ রান করেছেন স্মৃতি মান্ধানা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।