Suryakumar Yadav: এবার সূর্যকে গুরুত্বপূর্ণ পরামর্শ দলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি তথা বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং। টি-২০ ক্রিকেট বিশ্বকাপের আর খুব বেশি দেরি নেই।
Suryakumar Yadav: টি-২০ ক্রিকেট বিশ্বকাপের আর খুব বেশি দেরি নেই। বলা চলে, দোরগোড়ায় কড়া নাড়ছে এই মেগা টুর্নামেন্ট (t20 cricket world cup 2026)। তবে ভারতের টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের ব্যাটে রান নেই। সেটাই চিন্তায় রাখছে টিম ম্যানেজমেন্টকে (t20 cricket world cup 2026 venue)।
কিংবদন্তি তথা বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং
ঠিক তার আগেই এবার সূর্যকে গুরুত্বপূর্ণ পরামর্শ দলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি তথা বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং। টি-২০ বিশ্বকাপ শুরু হতে এখনও একমাস বাকি। তার আগে ভারতের অন্যতম চিন্তার কারণ হল, সূর্যকুমার যাদবের খারাপ ফর্ম।
গত বছর টি-২০ ম্যাচে একটিও হাফ সেঞ্চুরি করতে পারেননি তিনি। তাই এবার বিশ্বকাপের আগে খোদ রিকি পন্টিংয়ের থেকে পরামর্শ পেলেন তিনি। কীভাবে সূর্য রানে ফিরতে পারবেন? এবার সেই উপায় বাতলে দিলেন দুবারের বিশ্বকাপজয়ী অজি অধিনায়ক।
সূর্যকে কী পরামর্শ দিলেন তিনি?
রিকি পন্টিং-এর কথায়, “সূর্যর সাম্প্রতিক ফর্ম দেখে আমিও বেশ অবাক। টি-২০ ক্রিকেটে দীর্ঘদিন ধরে ভারতের হয়ে ভালো খেলেছে ও। ইদানীং রান পাচ্ছে না ঠিকই। তবে আমি ওকে সেরা ফর্মে খেলতে দেখেছি। ৬-৮টা বা ১০টা বল লাগে পিচে থিতু হতে। তারপর থেকেই চালিয়ে খেলতে শুরু করে ও। সব ধরনের শট খেলতে পারে সূর্য। ট্র্যাভিস হেডের মতো আত্মবিশ্বাস রয়েছে ওর। আউট হতে কখনও ভয় পায় না। কিন্তু একটাই কথা এখন ওকে বলতে পারি। রান করা নিয়ে একটু ভাবো। আউট হওয়ার ভাবনা মাথা থেকে এবার ঝেড়ে ফেলো। নিজের উপর বিশ্বাস এবং ভরসা রাখো। টি-২০ ক্রিকেটে তুমি বিশ্বের সেরা ক্রিকেটারদের মধ্যে একজন। আবার সেটা বিশ্বের সামনে প্রমাণ করতে হবে।”
তিনি আরও যোগ করেন, “শুভমানের বাদ যাওয়াতে আমি সত্যিই অবাক। দ্বিতীয়ত, ভারতীয় দলের গভীরতা আমি বুঝতে পেরেছি। শুভমন গিলের মতো কাউকে যখন বিশ্বকাপের দল থেকে বিসিসিআই বাদ দিতে পারে, তাহলেই বোঝা যায় যে, ওদের দলে কতজন ভালোমানের ক্রিকেটার রয়েছে।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

