T20 World Cup 2026: কোন ২০টি দল অংশ নেবে? তা পরিষ্কার হয়ে গেল বৃহস্পতিবার। চূড়ান্ত হয়ে গেল মোট ২০টি দল।  

T20 World Cup 2026: টি-২০ ক্রিকেট বিশ্বকাপ আসছে। আগামী বছর, অর্থাৎ ২০২৬ সালে ভারত এবং শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হবে আইসিসি টি-২০ ক্রিকেট বিশ্বকাপ। এমনিতে সব ম্যাচ ভারতেই হবে (t20 world cup 2026 qualifiers)। শুধুমাত্র পাকিস্তান তাদের ম্যাচগুলি খেলবে শ্রীলঙ্কায় (t20 world cup 2026 qualified teams)। 

বিশ্বকাপে খেলার ছাড়পত্র অর্জন করল সংযুক্ত আরব আমিরশাহী

আর সেই বিশ্বকাপে, কোন ২০টি দল অংশ নেবে? তা পরিষ্কার হয়ে গেল বৃহস্পতিবার। চূড়ান্ত হয়ে গেল মোট ২০টি দল। উল্লেখ্য, বুধবারই টি-২০ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ওমান এবং নেপাল। এরপর বৃহস্পতিবার, জাপানকে হারিয়ে বিশ্বকাপে খেলার ছাড়পত্র অর্জন করল সংযুক্ত আরব আমিরশাহী। 

Scroll to load tweet…

তবে চেষ্টা করেও যোগ্যতা অর্জন করতে পারল না জাপান। সেইসঙ্গে, কাতার এবং সামোয়াও বিদায় নিল।আয়োজক দেশ হিসেবে ভারত এবং শ্রীলঙ্কা আগেই যোগ্যতা অর্জন করে ফেলে। অন্যদিকে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ় এবং আমেরিকাও পৌঁছে গেছে মূলপর্বে। 

কোন ২০টি দল বিশ্বকাপে খেলবে?

এছাড়াও আইসিসি-র টি-২০ ক্রমতালিকা থেকে জায়গা পাকা করে নিউজ়িল্যান্ড, আয়ারল্যান্ড এবং পাকিস্তান। তবে বাকি আটটি জায়গা পাকা করার জন্য যোগ্যতা অর্জন পর্বের খেলা ছিল। সেখান থেকেই যোগ্যতা অর্জন করে কানাডা। 

ওদিকে ইউরোপের গ্রুপ থেকে ইতালি এবং নেদারল্যান্ডস, আফ্রিকার গ্রুপ থেকে নামিবিয়া ও জ়িম্বাবোয়ে খেলতে নামছে টি-২০ বিশ্বকাপ। আর এশিয়া প্যাসিফিক গ্রুপ থেকে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল নেপাল, ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহী।

অর্থাৎ, চূড়ান্ত হয়ে গেল ২০টি দল। আসন্ন ২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৭ মার্চ। তবে এই মেগা প্রতিযোগিতার সূচি এখনও সামনে আসেনি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।