T-20 World Cup : ভারতের কাছে হার বাংলাদেশের, মুগ্ধ করল রুদ্ধশ্বাস ক্রিকেটীয় লড়াই

টি-২০ বিশ্বকাপে উত্তেজনার পারদ চড়ল, জিততে হলে ১ বলে ৭ রান করতে হত, মাত্র ১ রান তুলতে পারে বাংলাদেশ । ৫ রানে ম্যাচ জিতে নেয় ভারত

Share this Video

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক শাকিব আল-হাসান। প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতীয় দল বিরাট কোহলির অপরাজিত ৬৪ ও কে এল রাহুলের ৫০ রানের সুবাদে ৬ উইকেট হারিয়ে ১৮৪ রান করে। প্রথমে বাংলাদেশের টার্গেট ছিল ১৮৫ রান। তারা ৭ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৬৬ রান তুলে ফেলে। সেই সময় বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। তখন বাংলাদেশ ডাকওয়ার্থ-লুইস নিয়মে ১৭ রানে এগিয়েছিল। ফের খেলা শুরু হওয়ার পর বাংলাদেশের পরিবর্তিত টার্গেট হয় ১৬ ওভারে ১৫১ রান। পরপর উইকেট হারিয়ে সেই রান আর তুলতে পারেনি বাংলাদেশ। সর্বোচ্চ ৬০ রান করেন লিটন। বাকিরা কেউই বড় স্কোর করতে পারেননি।

শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ২০ রান। ভারতের হয়ে বোলিং করতে যান আর্শদীপ সিং। তাঁর প্রথম বলে হয় ১ রান। পরের বলে ছক্কা মারেন নুরুল হাসান সোহান। তৃতীয় বলে কোনও রান হয়নি। চতুর্থ বলে হয় ২ রান। পঞ্চম বলে বাউন্ডারি মারেন সোহান। শেষ বলে হয় ১ রান। ফলে ৫ রানে জয় পায় ভারত। বাংলাদেশ ১৬ ওভারে ৬ উইকেটে ১৪৫ রান করল | 

Related Video