সংক্ষিপ্ত

ভারতীয় দলের নতুন প্রধান কোচ হয়েছেন গৌতম গম্ভীর। কিন্তু এখনও তাঁর সাপোর্ট স্টাফ ঠিক করতে পারেনি বিসিসিআই। গম্ভীর যে দাবি জানাচ্ছেন সেটা বিসিসিআই মেনে নিতে চাইছে না।

ফিল্ডিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি জন্টি রোডসকে পাননি ভারতীয় দলের নতুন প্রধান কোচ গৌতম গম্ভীর। এবার তিনি বোলিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার মর্নি মর্কেলকে চাইছেন। এই দাবিও বিসিসিআই মেনে নেবে কি না স্পষ্ট নয়। তবে বোলিং কোচ হওয়ার ক্ষেত্রে যোগ্য ব্যক্তি মর্কেল। তিনি পেসার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য পেয়েছেন। কোচিংয়েও অভিজ্ঞতা অর্জন করেছেন। ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের সময় পাকিস্তান দলের বোলিং কোচ ছিলেন মর্কেল। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগ করেন। এবার ভারতীয় দলের বোলিং কোচ হওয়ার দৌড়ে এই প্রাক্তন পেসার।

মর্কেলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে গম্ভীরের

আইপিএল-এ লখনউ সুপার জায়ান্টসের মেন্টর থাকার সময় মর্কেলের সঙ্গে কাজ করেছেন গম্ভীর। এখনও লখনউয়ের বোলিং কোচ হিসেবে আছেন মর্কেল। তাঁর সঙ্গে গম্ভীরের সম্পর্ক ভালো। আইপিএল-এ বোলিং কোচ হিসেবে কাজ করার সুবাদে ভারতীয় ক্রিকেটের সঙ্গে ভালোভাবেই পরিচিত মর্কেল। ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে তাঁর সম্পর্কও ভালো। এই কারণেই মর্কেলকে বোলিং কোচ হিসেবে নিয়োগ করার জন্য বিসিসিআই-এর কাছে দরবার করছেন গম্ভীর।

আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ অভিজ্ঞতা মর্কেলের

২০০৬ থেকে ২০১৮ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন মর্কেল। ৮৬টি টেস্ট ম্যাচ, ১১৭টি ওডিআই ম্যাচ এবং ৪৪টি টি-২০ ম্যাচ খেলেছেন এই পেসার। তাঁর বয়স ৩৯ বছর। ফলে আধুনিক ক্রিকেটের সঙ্গে ভালোভাবেই পরিচিত মর্কেল। তিনি অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গেও পরিচিত। আইপিএল ও আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং কোচ হিসেবে সাফল্য পেয়েছেন তিনি। এই কারণেই মর্কেলকে বোলিং কোচ হিসেবে চাইছেন গম্ভীর। তবে ভারতের প্রাক্তন পেসার লক্ষ্মীপতি বালাজি ও বিনয় কুমারও বোলিং কোচ হওয়ার দৌড়ে আছেন। এখনও কারও নাম ঘোষণা করেনি বিসিসিআই।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India vs Sri Lanka: সীমিত ওভারের সিরিজ, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের কোচ হিসেবে যাত্রা শুরু গম্ভীরের

ইন্ডিয়ার কোচ হওয়ার পর মুখ খুললেন গম্ভীর! তাঁর পছন্দের ব্যাটিং এবং বোলিং কোচ কারা?

বড় মনের পরিচয় দিলেন দ্রাবিড়! ফিরিয়ে দিলেন পুরস্কারের অর্ধেক টাকা, কিন্তু কেন?