সংক্ষিপ্ত

আবারও বড় মনের পরিচয় দিলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। পুরস্কারের অর্ধেক টাকা তিনি ফিরিয়ে দিলেন বিসিসিআইকে (BCCI)। কিন্তু কেন?

আবারও বড় মনের পরিচয় দিলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। পুরস্কারের অর্ধেক টাকা তিনি ফিরিয়ে দিলেন বিসিসিআইকে (BCCI)। কিন্তু কেন?

বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ১২৫ কোটি টাকা আর্থিক পুরস্কার দিয়েছে গোটা দলকে। মোট ১৫ জন ক্রিকেটারের মতো কোচ রাহুল দ্রাবিড়েরও পাওয়ার কথা ছিল ৫ কোটি টাকা। কিন্তু তাঁর তিন সহকারী কোচের জন্য বরাদ্দ করা হয়েছে আড়াই কোটি টাকা।

তবে এই সিদ্ধান্ত পছন্দ হয়নি দ্রাবিড়ের। তাই পুরস্কারের অর্ধেক টাকা বিসিসিআইকে ফিরিয়ে দিয়েছেন তিনি। যদিও পুরস্কার নিতে অস্বীকার করেননি দ্রাবিড়। কিন্তু তারপরে দাঁড়িয়েও বড় মনের পরিচয় দিলেন তিনি। তাঁর কথায়, বোলিং কোচ পরশ মামব্রে, ব্যাটিং কোচ বিক্রম রাঠোর এবং ফিল্ডিং কোচ টি.দিলীপের অবদান বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে কোনও অংশেই কম নয়।

আরও পড়ুনঃ 

মুছলেন সেই যন্ত্রণার গ্লানি! বিশ্বজয় করে তৃপ্ত দ্রাবিড় বললেন, “ওদের জন্যই ট্রফি পেলাম”

তাই তাদেরও সমান টাকাই পাওয়া উচিত। অতএব তিনি সহকারীদের থেকে আড়াই কোটি টাকা বেশি নিতে পারবেন না। বোর্ডের এক কর্তা জানিয়েছেন, “দ্রাবিড় ঐ আড়াই কোটি টাকা ফিরিয়ে দিয়েছেন। তিনি চান যে, এই টাকা চার জন কোচের মধ্যে সমানভাগে ভাগ করে দেওয়া হোক। আমরা তাঁর আবেগ এবং ইচ্ছাকে মর্যাদা দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছি।”

ফলে, দ্রাবিড় এবং তাঁর তিনজন সহকারী কোচ পাচ্ছেন মোট ৩ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা করে। তবে এবারই প্রথম নয়। এর আগেও এমন উদাহরণ তৈরি করেছেন দ্রাবিড়। গত ২০১৮ সালে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের কোচ ছিলেন তিনি।

সেইবার বিশ্বকাপ জয়ের পর, বিসিসিআই দ্রাবিড়কে আর্থিক পুরস্কার হিসেবে ৫০ লাখ টাকা এবং সহকারী কোচদের ২০ লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেইবারও সহকারীদের থেকে বেশি টাকা নিতে রাজি হননি রাহুল দ্রাবিড়। বোর্ডকে অনুরোধ করেন যে, মোট টাকা সকলকে যেন সমানভাবে ভাগ করে দেওয়া হয়। বোর্ড কর্তারাও দ্রাবিড়ের এই সিদ্ধান্তে মুগ্ধ হন।

আরও পড়ুনঃ

T-20 World Cup: 'দ্রাবিড় একজন অসাধারণ মানুষ' বিশ্বজয়ের পর আবেগঘন হার্দিক

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।