Vaibhav Suryavanshi: মাত্র ১৪ বছর বয়সেই ভারতীয় ক্রিকেটে হইচই ফেলে দিয়েছেন বৈভব সূর্যবংশী। আইপিএল-এ (IPL 2025) রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে খেলার সুযোগ পেয়েই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন এই কিশোর। তাঁর ভালো ব্যাটিং অব্যাহত।
KNOW
Google Trends 2025: ২০২৫ সালে গুগলে যত ভারতীয় ক্রিকেটারের নাম লিখে সার্চ করা হয়েছে, তার মধ্যে শীর্ষে ১৪ বছর বয়সি বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। আইপিএল (IPL 2025) থেকেই তাঁকে নিয়ে মাতামাতি শুরু হয়েছে। সবচেয়ে কম বয়সি ক্রিকেটার হিসেবে আইপিএল-এ কোনও দলে সুযোগ পাওয়ার রেকর্ড গড়ার পর খেলার সুযোগ পেয়ে চমকপ্রদ পারফরম্যান্স দেখিয়েছেন এই কিশোর। গুজরাট টাইটানসের (Gujarat Titans) বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে ৩৫ বলে শতরান করে ক্রিকেট দুনিয়ায় হইচই ফেলে দেন বৈভব। সেই ম্যাচে তিনি ৩৮ বলে ১০১ রান করেন। তাঁর ইনিংসে ছিল ১১টি ওভার-বাউন্ডারি ও ৭টি বাউন্ডারি। এই পারফরম্যান্সের পর দেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্ব ক্রিকেটপ্রেমীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছেন এই কিশোর। তাঁকে নিয়ে সর্বত্র আলোচনা চলছে।
ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স বৈভবের
আইপিএল-এর পর ভারতের অনূর্ধ্ব-১৯ দল, ভারতীয় এ দলের হয়েও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন বৈভব। এরপর বিহারের (Bihar) হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও (Syed Mushtaq Ali Trophy) ঝোড়ো শতরান করেছেন এই কিশোর। তিনি মাত্র ১২ বছর বয়সে প্রথমবার রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) খেলার সুযোগ পান। তাঁকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের তারকা হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এই কারণেই তাঁকে নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে এত আগ্রহ দেখা যাচ্ছে।
১৪ বছর বয়সেই সহ-অধিনায়ক!
ঘরোয়া ক্রিকেটে বিহারের অন্যতম ভরসা হয়ে উঠেছেন বৈভব। রঞ্জি ট্রফির চলতি মরসুমে প্রথম দুই ম্যাচে তাঁকে সহ-অধিনায়ক করা হয়। রঞ্জি ট্রফির ইতিহাসে সবচেয়ে কম বয়সে কোনও দলের সহ-অধিনায়ক হওয়ার রেকর্ড গড়েছেন বৈভব। দলের এই ভরসার যোগ্য মর্যাদা দিচ্ছেন তিনি। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মহারাষ্ট্রের বিরুদ্ধে ৬১ বলে ১০৮ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন এই কিশোর। তিনি যেভাবে খেলে চলেছেন, তাতে খুব তাড়াতাড়ি সিনিয়র পর্যায়ে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়ে যাবেন বলে আশা তৈরি হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


