Vijay Hazare Trophy 2026: গোয়ার বিরুদ্ধে ম্যাচে ওপেনার হিসেবে নেমে ১২ বলে মাত্র ১১ রান করলেন এই তারকা ব্যাটার। প্রথমে ব্যাট করে এই ম্যাচে গোয়া ৩৩.৩ ওভারে, ২১১ রানে অলআউট হয়ে যায়। 

Vijay Hazare Trophy 2026: বিজয় হাজারে ট্রফিতে কার্যত, হতাশ করলেন ভারতের একদিনের এবং টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল (Vijay Hazare Trophy 2026)। টি-২০ বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার পর, ঘরোয়া ক্রিকেটে বিজয় হাজারে ট্রফিতে পাঞ্জাবের হয়ে খেলতে নামেন গিল (vijay hazare trophy 2025-26)। 

১২ বলে মাত্র ১১ রান করলেন এই তারকা ব্যাটার

গোয়ার বিরুদ্ধে ম্যাচে ওপেনার হিসেবে নেমে ১২ বলে মাত্র ১১ রান করলেন এই তারকা ব্যাটার। প্রথমে ব্যাট করে এই ম্যাচে গোয়া ৩৩.৩ ওভারে, ২১১ রানে অলআউট হয়ে যায়। এরপর ২১২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে, পাঞ্জাবের হয়ে প্রভসিমরন সিংয়ের সঙ্গে ওপেন করেন শুভমান গিল। এর আগে খাদ্যে বিষক্রিয়ার কারণে, পাঞ্জাবের গত কয়েকটি ম্যাচে খেলতে পারেননি তিনি। 

শুরুতে প্রভসিমরন সিং ২ রানে ফিরে যাওয়ার ফলে, পাঞ্জাব কিছুটা ধাক্কা খায়। এরপর ১২ বলে দুটি বাউন্ডারি সহ ১১ রান করে কৌশিকের বলে সুযশ প্রভুদেসাইয়ের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথে হাঁটা লাগান শুভমান গিলও।

অপর একটি ম্যাচে, হিমাচল প্রদেশের বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে ব্যাট করতে নেমে শ্রেয়স আইয়ার দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেছেন। চোট সারিয়ে অসাধারণ প্রত্যাবর্তন করলেন এই তারকা ব্যাটার। ঘন কুয়াশার কারণে, এই ম্যাচটি ৩৩ ওভারে নামিয়ে আনা হয়। 

ব্যর্থ সূর্যকুমার যাদবও

হিমাচলের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে মুম্বই ৩৩ ওভারে, ৯ উইকেট হারিয়ে ২৯৯ রান তোলে। মুম্বইয়ের অধিনায়ক শ্রেয়স ৫৩ বলে ৮২ রান করেন। শ্রেয়সের ইনিংসে ছিল ১০টি চার এবং ৩টি ছয়।

ওদিকে আবার যশস্বী জয়সওয়াল ১৮ বলে ১৫ রান করে আউট হন এবং ভারতীয় টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ১৮ বলে ২৪ রান করে ফিরে যান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের সময় চোট পাওয়া শ্রেয়স ২ মাসের বিরতির পর, প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে এসেছেন। এছাড়া সরফরাজ খান ১০ বলে ২১ রান করেন এবং তার ভাই মুশির খান ৫১ বলে ৭৩ রান করে রীতিমতো চমকে দেন। 

শিবম দুবে ১৫ বলে ২০ রান করে আউট হন। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।