সোশ্যাল মিডিয়া পোস্টে জসপ্রীত বুমরার প্রশংসা করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর প্রশংসার মর্যাদা দিলেন বুমরা।

গত কয়েক বছর ধরেই বিশ্বের সেরা পেসার জসপ্রীত বুমরা। ভারতীয় দলের হয়ে ক্রিকেটের ৩ ফর্ম্যাটেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে চলেছেন এই পেসার। চোট সারিয়ে জাতীয় দলে ফিরে বিপক্ষ দলের ব্যাটারদের ত্রাস হয়ে উঠেছেন বুমরা। শনিবার বিশাখাপত্তনম টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন ইংল্যান্ডের ব্যাটারদের ঘোল খাওয়ালেন ভারতীয় দলের সহ-অধিনায়ক। তাঁর সেরা বল দেখা গেল ইংল্যান্ডের ইনিংসের ২৭.৫ ওভারে। এমন একটি বল করলেন, যা সামাল দেওয়া কোনও ব্যাটারের পক্ষেই সম্ভব নয়। বুমরার ইয়র্কার বুঝতেই পারেননি পোপ। তাঁর ব্যাট ও প্যাডের মাঝে বিন্দুমাত্র ফাঁক ছিল না। কিন্তু তা সত্ত্বেও বুমরার ইয়র্কার মিডল ও লেগ স্টাম্প ছিটকে দেয়।

বিশাখাপত্তনমে বড় রান পেলেন না পোপ

হায়দরাবাদ টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১৯৬ রান করেন পোপ। অল্পের জন্য দ্বিশতরান হারালেও, তাঁর এই অসাধারণ ইনিংসের জন্যই জয় পায় ইংল্যান্ড। তবে বিশখাপত্তনমে পোপকে বড় রান করার সুযোগ দেননি বুমরা। ৫৫ বলে ২৩ রান করে আউট হয়ে যান এই ব্যাটার। তাঁর ইনিংসে ২টি বাউন্ডারি ছিল। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী পোপের উইকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বুমরা এই উইকেট নিয়ে ভারতীয় দলকে সুবিধাজনক জায়গায় পৌঁছে দেন।

Scroll to load tweet…

বুমরার দাপটে অলআউট ইংল্যান্ড

বিশাখাপত্তনম টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন প্রথম ইনিংসে ২৫৩ রানে অলআউট হয়ে গিয়েছে ইংল্যান্ড। ৪৫ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন বুমরা। তাঁর শিকার হয়েছেন পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, টম হার্টলি ও জেমস অ্যান্ডারসন। এই ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে হলে দ্বিতীয় ইনিংসেও ভালো বোলিং করতে হবে বুমরাকে। কারণ, হায়দরাবাদ টেস্ট ম্যাচে দ্বিতীয় ইনিংসে বড় স্কোর করে ম্যাচে ফেরে ইংল্যান্ড। এবার আর সেই সুযোগ দিলে চলবে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Virat Kohli: দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছেন বিরাট কোহলি, জানালেন এবি ডিভিলিয়ার্স

India Vs England: বুমরা-কুলদীপের অসাধারণ বোলিংয়ে বিধ্বস্ত ইংল্যান্ড, জয়ের স্বপ্ন ভারতের

Sourav Ganguly: 'বুমরা, শামি, সিরাজ, মুকেশ থাকতে ভারতে ঘূর্ণি পিচ কেন দরকার?' ভালো উইকেটের পক্ষে সওয়াল সৌরভের